Answered 1 year ago
ব্যাপারে পরিচালিত হইবেন এবং উহার চূড়ান্ত ব্যবস্থা করিবেন।
ধারা ২৬।
(১) এইরূপ সম্পত্তি পাওয়া গেলে উহার বিবরণসহ ম্যাজিষ্ট্রেট ঘোষণা প্রকাশ করিতে পারিবেন এবং উহাতে কাহারও দাবি থাকিলে ঘোষণা প্রকাশের ৬ মাসের মধ্যে তাহাকে তাহার দাবি পেশ করিতে হইবে।
(২) এই ধারায় উল্লিখিত সম্পত্তির ক্ষেত্রে ১৮৮২ সালের ফৌজদারী কার্যবিধির ৫২৫ ধারায় বিধান প্রযোজ্য হইবে।
ধারা ২৭।
(১) যদি কোন ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে এইরূপ সম্পত্তি অথবা উহার বিক্রয়লদ্ধ অর্থ দাবি না করে অথবা পূর্ববর্তী ধারার (২) উপধারার অধীনে যদি উহা বিক্রয় করা না হইয়া থাকে তাহা হইলে জেলার ম্যাজিষ্টেটের আদেশে উহা বিক্রয় করিয়া দেওয়া হইবে।
(২) পূর্ববর্তী উপধারার অধীনে এই সম্পত্তির বিক্রয়লদ্ধ অর্থ এবং ২৬ ধারার অধীনে এইরূপ সম্পত্তির বিক্রয়লদ্ধ অর্থ সম্পর্কে কোন দাবি প্রতিষ্ঠিত না হইলে উহা সরকারি তহবিলে জমা হইয়া যাইবে।
ধারা ২৮। এই আইনের অধীনে দরখাস্ত, পদত্যাগ প্রভৃতির ফলে কোন ব্যক্তির পুলিশ হিসাবে নিয়োগে বা নিযুক্তির অবসান ঘটিলে সেই ব্যক্তি নিদিষ্ট সময়ের মধ্যে নিয়োগপত্র, পোশাক-পরিচ্ছদ এবং অস্ত্রশস্ত্র যাহা কর্তব্য সম্পাদনের নিমিত্ত তাহাকে দেওয়া হইয়াছিল তাহা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জমা দিবে। জমা না দিলে ম্যাজিষ্ট্রেটের আদালতে বিচারে তাহার ২০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা ৬ মাস পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড কিংবা উভয়বিধ দন্ড হইতে পারিবে।
ধারা ২৯। যে কোন পুলিশ কর্মচারী যদি নিম্নলিখিত রূপে যেকোন অপরাধে দোষী সাব্যস্ত হয়, যথা
(১) কর্তব্যচ্যুতি (Violation of duty) কোন নিয়ম (rule) বা রেগুলেশন (Requlation) অমান্য করা ও গাফিলতি।
firozhossain55 publisher