একটি ছোট ব্যবসা শুরু করার সহজ উপায় কী?

1 Answers   7.9 K

Answered 2 years ago

ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের মধ্যে 90% মানুষ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে যে আসলে কি পন্য নিয়ে ব্যবসা শুরু করব?

যদিও বা পণ্য ঠিক হয়ে যায় কিন্তু কোথায় বিক্রি করব? কিভাবে বিক্রি করব? কত দামে বিক্রি করব? এবং আমার কাস্টমারকে হবে? ইত্যাদি বিষয়গুলো নিয়ে এতটাই অনিশ্চয়তা থাকে যার দরুন অনেকেই শুরু করার কথা চিন্তা করে পরে আর শুরু করে না।

তাই আমি আজকের এই পোস্টের মাধ্যমে একদম খুব সাধারণভাবে কিভাবে একটি ব্যবসা শুরু করতে হয় তাও আবার অল্প কিছু টাকা বিনিয়োগ করার মাধ্যমে সেটি দেখিয়ে দিব।

আমি এখানে একটি পদ্ধতি দেখিয়ে দিব এরকম আরো অসংখ্য পদ্ধতি আছে, যদি আপনারা বিষয়টি নিয়ে আগ্রহী থাকেন তাহলে আমি একটি সিরিজ পোস্ট তৈরি করব।

Buy 1 & Get 1 Free এই ধরনের কোন পণ্য নির্বাচন করা যাক ( আমি উদাহরণ হিসেবে এটিকে নিয়েছি এ ধরনের অসংখ্য বিষয়বস্তু আছে যা আপনাকে একটু চিন্তা করে বের করতে হবে ) এখন আপনি যে শহরে থাকছেন সেখানে অন্তত কমপক্ষে পাঁচ লাখ লোকের বসবাস হতে হবে (একটা ব্যাপার হচ্ছে গিয়ে যেখানে 5 লাখ লোকের উপরে লোকজন বসবাস করে সেই জায়গাটিতে সকল ধরনের সম্ভাবনা তৈরি হয়ে যায়)

আমি যেমন প্রায় সুপার শপ গুলোতে দেখি তাদের একটি নির্দিষ্ট কর্নার আছে সেখানে এ ধরনের পণ্যের পসরা থাকে (চারটি ডিটারজেন্ট 500g মাত্র 70 টাকায়, দুটি লেক্সাস বিস্কুট প্যাকেট কিনলে একটি ফ্রি, 110 টাকায় দুটি ডিসওয়াশ ইত্যাদি)

ব্যবসাটি শুরু করার জন্য আপনাকে নামমাত্র টাকা ইনভেস্ট করতে হবে এবং সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে একটি বিজনেস পেজ খুলে ফেলতে হবে।

ডিজিটাল মার্কেটিং ভালো বোঝে এমন কারো সাহায্য নিয়ে একটি চমৎকার অ্যাড কপি তৈরি করে (Buy 1 & Get 1 Free কে আকর্ষণীয়ভাবে হাইলাইট করতে হবে) 1000 টাকার একটি বিজ্ঞাপন চালু করে দেন।

দেখবেন কমপক্ষে একদিনে 70 থেকে 50 টি অর্ডার পেয়ে যাওয়ার কথা, এই ক্ষেত্রে আপনাকে শুধু একটি বিষয় কষ্ট করতে হবে সেটি হচ্ছে এই ধরনের পণ্যের সাপ্লাই কে দিচ্ছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করতে হবে।

আরেকটি বিষয় হলো গিয়ে এর জন্য আপনাকে কোন দোকান ভাড়া নেওয়ার লাগছেনা, কোন ম্যানপাওয়ার নিয়োগ দেওয়া লাগছে না।

এবং আমি এমন অনেককে দেখেছি যারা এই ধরনের সাপ্লাইয়ারের সাথে যোগাযোগ রাখে এবং কাস্টমারের কাছ থেকে অর্ডার নেয় কিন্তু সাপ্লাইয়ারাই এই ধরনের কাস্টমারের কাছে সরাসরি তাদের হাউজ থেকে কাস্টমারের কাছে হোম ডেলিভারি মাধ্যমে পণ্য পৌঁছে দেয়।

এতে আপনার বিনিয়োগ আরো কমে গেল কারণ ইনভেন্টরি বিষয়টি পুরোপুরি সাপ্লাইয়ার এর উপর নির্ভর করছে, আপনাকে আর এর পিছনে কোন টাকা খরচ করতে হচ্ছে না।

এই ব্যবসাটি জন্য আপনার যা যা লাগবে তার একটি তালিকা আমি দিয়ে দিচ্ছি -

একটি ফেসবুক বিজনেস পেজ।

ফেসবুক মার্কেটিং করার জন্য একজন এক্সপার্ট।

আপনার সাথে যোগাযোগ করে পণ্যের যথাযথ জোগান রাখা।

বিজ্ঞাপন থেকে যে সমস্ত কাস্টমার আপনার কাছ থেকে পণ্য চাইবে অথবা বিভিন্ন ধরনের তথ্য চেয়ে আপনাকে খোঁজ করবে তাদের খুব ভালোভাবে খোঁজখবর রাখা।

কাস্টমারকে কিভাবে রিপিট কাস্টমার এ রূপান্তর করতে হয় তা খুব ভালোভাবে শিখতে হবে কারণ দিন শেষে একটি হিসাব হয় তা হল। (Customer is king, customer is everything)

একজন ছাত্র (পড়াশোনার পাশাপাশি) বা নতুন উদ্যোগ শুরু করতে চাচ্ছেন যে কেউই খুব সহজেই এই ব্যবসা শুরু করে দিতে পারেন নামমাত্র পুঁজি বিনিয়োগ করে।

(যদি আপনার কম্পিউটার, ফেসবুক মার্কেটিং সম্পর্কে দক্ষতা থাকে তাহলে এই ব্যবসাটি শুরু করতে আপনার মাত্র 5 হাজার টাকা খরচ পড়বে এবং আপনি যদি বিজনেস সম্পর্কে অতিমাত্রায় সিরিয়াস হয়ে থাকেন তাহলে উপরের দুটি বিষয় যদি নাও থাকে তাও আপনার এই ব্যবসা শুরু করতে সর্বোচ্চ 10 থেকে 15 হাজার টাকা বিনিয়োগ লাগবে)

এছাড়াও আরো কিছু ছোট ছোট বিজনেস করার দক্ষতা সম্পর্কে জানতে হবে তাহলে এই ব্যবসাটি কে আপনি আরো সুন্দর ভাবে শুরু করতে পারবেন এবং বড় করতে পারবে।

এরকম আরো অসংখ্য ছোট ব্যবসার টিপস আমি নিয়মিত কোরা বাংলা প্লাটফর্মে পাবলিশ করে যাব।

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 🙏 🙏 (হোয়াটসঅ্যাপ, ফেসবুক টুইটার, লিঙ্কডইন, সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে) আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।

ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।


Munni Khatun
munnikhatun
429 Points

Popular Questions