Answered 2 years ago
সহজ কথা দোকান এর সিকিরুটি মানি হিসেবে এটা নেয়া হয়।আর ৫,৬লাখ টাকাতে এখন দোকান পাওয়া কঠিন।কারন মালিক পক্ষ চাই,এমনভাবে টাকা নিতে ,যাতে সেই টাকা দিয়ে দোকান ঘর করার পর,যা থাকবে সেটা দিয়ে মালিক অন্য ব্যবসা করবে অথবা ব্যঙ্ক ,পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করবে।এজন্য এসব ১০,১২লাখ টাকা শুধু সিকিরুটি মানি দিয়ে দোকান নিয়ে ব্যবসা করা খুব যন্ত্রনার,এটা না করা ভাল।এর থেকে ল্যপটপ কিনে,ইন্টারনেট লাইন নিয়ে ওয়েবসাইট বানিয়ে আয় এর চেষ্টা করা উচিত।৫,৬মাস কিছু ট্রেনিং করলে ল্যপটপ ও ইন্টারনেটের ব্যবহার শিখলে এই কাজ করা যায়।আর ওয়েবসাইট নিজে বানাতে হবে না,এক্সপার্ট দের দিয়ে কাজ করিয়ে নিতে হবে।
Mamun Khan publisher