Answered 3 years ago
কম দামে নিতে চাইলে অনলাইন শপিং এর দিকে যেতে হবে। বাংলাদেশে থাকলে একমাত্র Daraz ই ভরসাযোগ্য। নির্দ্বিধায় নিতে পারেন। আর ভারতে থাকলে আমাজন, ফ্লিপকার্ট সহ আরো বিকল্প রয়েছে। অনলাইনে থেকে কেনার যথেষ্ট ভরসা না পেলে লোকাল শপ ( কোম্পানির নিজস্ব শো রুম ব্যাতিত যে দোকানগুলো আছে) সেখান থেকে নিতে পারেন। এতেও কিছুটা কমে পাবেন।
rohanahmed publisher