Answered 2 years ago
কাউকে অবহেলা করার কোন প্রয়োজন নেই।কাউকে ব্লক করারও কোনো প্রয়োজন নেই।কাউকে অবহেলা করে কিংবা কাউকে ব্লক করে আপনি তার প্রতি আপনার ভাললাগা কমাতে পারবেন না। বরং এতে করে সে আপনার প্রতি আরো বেশি আগ্রহী এবং আরও বেশি দুর্বল হয়ে পড়বে।অবস্থাদৃষ্টে কখনো কখনো এসব অবহেলা এবং ব্লকের কারণে,সে আপনার শত্রুও বনে যেতে পারে।আপনার প্রতি তার ক্ষোভ এবং জ্বালা বাড়বেই।জীবন নিয়ে তার মধ্যে বিতৃষ্ণা এবং বিপরীত লিঙ্গের প্রতিও তার এক ধরনের ক্ষীণ দৃষ্টিভঙ্গি তৈরি হবে।
কাজেই সবকিছুর সহজ সমাধান হচ্ছে খোলামেলা আলোচনা করা।আপনি তাকে বোঝান।আপনার অপছন্দ এবং পছন্দের বিষয়গুলো তাকে অকপটে জানিয়ে দিন।জানিয়ে দিন যে আপনি তার সাথে সম্পর্কে যেতে পারবেন না।আপনার বাধাগুলো তাকে উপস্থাপন করুন।আপনার পছন্দের ভিন্নতা আছে- সেটি তাকে জানান।এতে করে সে হতাশ হবে না।সে আপনার প্রতি ভালো মনোভাব পোষণ করবে এবং জীবন সম্পর্কেও তার ইতিবাচক মনোভাব তৈরি হবে।
fardinashik publisher