Answered 1 year ago
যৌনতা এমন এক জিনিস যা একটা মেশিনের মত। একবার চালু হলে তাকে আর থামানো যাবে না বা উচিত হবে না। তাকে শুধু তেল মবিল দিতেই হবে দিতেই হবে। কম বা বেশি সেটা আপেক্ষিক।
মেয়েরা বিয়ে না করেও ২১/২২ বছর অনায়াসেই কাটিয়ে দেয়। কিন্তু কীভাবে কাটায় এটা কখনো ভেবে দেখেছেন? তারা কি আপনার কাছে এসে নিজে থেকে বলবে যে তারা তাদের চাহিদা মেটানোর জন্য কী করে?
আরেকটা ব্যাপার, মেয়েদের যৌনতা আর ছেলেদের যৌনতা এক নয়। ছেলেদের প্রতিদিন এত পরিমান বীর্য তৈরি হয় যে সেটা তাদের সামান্যতেই উত্তেজিত করে। কিন্তু মেয়েদের কেউ এসে উত্তেজিত না করলে সচরাচর তারা ছেলেদের তুলনায় কম উত্তেজিত হয়। এজন্য তারা নিজেদেরকে নিয়ন্ত্রন করতে পারে। এবং সেটা ছেলেদের তুলনায় বেশি।
মেয়েরা একবার ধরা খেলে তাদের বিয়ে হওয়াটা কঠিন। তাই তারা যতটা সম্ভব যৌনতার ব্যাপারটা বিয়ের আগ পর্যন্ত নিয়ন্ত্রনে রাখতে চেষ্টা করে। ব্যাপারটা ছেলেদের ক্ষেত্রে ভিন্ন। ছেলেদের ভার্জিনিটি হারানোর কিছুই নেই বললেই চলে।
ভাল লাগলে আপভোট দিবেন।
Anis publisher