Answered 2 years ago
বেতন আলোচনা সাপেক্ষে। একটা ছোট বাচ্চাকে লালন পালন করা চারটেখানি কথা নয়। জীবন তেজপাতা হয়ে যায়। অনেক কষ্ট। অনেক ধর্য্য দরকার। কথা হলো যে বাচ্চাকে আপনি সব কিছু শেখাবেন সেই বাচ্চার বাবা মা কি করেন? তাঁরা কি পরিমান ধনী। কারন একই কাজ করার জন্য কেউ পায় মাসে তিন হাজার টাকা। আবার কেউ পায় ত্রিশ হাজার টাকা। আমার ছোট ভাইয়ের বাচ্চাকে যে মেয়েটা সারাদিন রাখে। গোছল করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়, কোলে নিয়ে রাখে। তাকে মাসে ৫ হাজার টাকা দেওয়া হয়। সেই সাথে থাকা খাওয়া এবং জামা কাপড় ফ্রি।
একটা বাচ্চা আপনার চোখের সামনে একটু একটু করে বড় হবে। হামাগুড়ি দিবে, দাঁড়াতে শিখবে, হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে। হাসবে, খেলবে। এটা আনন্দের বিষয়। শিশুরা তো ফেরেশতা। আনন্দের ফোয়ারা। একটা শিশুকে সব কিছু শেখাবেন, তাতে আপনি নিজেও অনেক আনন্দ পাবেন। কাজেই বেতন টা আলোচনা করে ঠিক করে নিবেন। আমি বাচ্চাদের অনেক ভালোবাসি। ওরা আমার দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়।
rakibafsar09 publisher