একজন ২৮ বছর বয়সী এখনো অনার্স (রানিং ফাইনাল ইয়ার) পাশ না করতে পারা হতাশাগ্রস্ত বেকার যুবককে আপনি কী পরামর্শ দেবেন?
0
0
1 Answers
11.1 K
0
Answered
2 years ago
বন্ধু তোমার শিক্ষার যোগ্যতা অনেক বেশি। আমি খুবই সামান্য ।শিক্ষা দিয়ে পরিচিতি গড়ে ওঠে না। পরিচিতি গড়ে ওঠে নিজের কর্মে।ডিগ্রি আর যোগ্যতার গুরুত্ব অবশ্যই আছে।তার থেকে বেশি গুরুত্ব তোমার লক্ষ্য। লক্ষ্যকে সেট করো।ডিগ্রি ভুলে যাও ওরকম অনেক ডিগ্রী তোমার আশে পাশে থাকবে ।উচ্চতাটা অসীমত করে তোলো।নারীরা ইতিহাস সৃষ্টি করে ফেলছে।আর তুমি একটা পুরুষ জাগো দেখো সবাই তোমার কাছেই আছে। তুমি যা চাও সেটাই পাবে।
Islamuddin publisher