একজন স্ত্রী তার স্বামী'র কাছ থেকে প্রতিনিয়ত অপমান ও লাঞ্ছিত হওয়ার হাত থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে পারে?

1 Answers   13.7 K

Answered 2 years ago

প্রথমেই এই ধরনের ব্যবহার এর পেছনে কি কারন থাকতে পারে তা খুজে বের করতে হবে। সমস্যা অনুযায়ী সমাধানের পথ খুজতে হবে। কোনো কারন খুজে না পেলে নিজের কোনো দোষ ত্রুটি যদি না থাকে তাহলে দুইটি উপায় আছে তা থেকে পরিত্রান পাওয়ার।

প্রথমটি হচ্ছে, আপনার জীবনসঙ্গী যখনই আপনার দিকে তাকাবে তার দিকে আপনি হাসি মুখে তাকান। নিজেকে তার প্রেমিকা ভাবুন। প্রেমিক যখন মেজাজ খারাপ করবে প্রেমিকা কি ভাবে রাগ ভাংতে পারে সেই রকম প্রচেষ্টা চালান। সে যখন বাসায় প্রবেশ করবে আপনার রেলিজিওন অনুযায়ি তাকে সম্বাধন জানান।যেমন মুসলিম হলে সালাম জানাবেন। মুড বুঝে কথা বলুন। তার সামনে পারফিউম মেখে যাবেন। নিজের শরীরের যত্ন নিবেন। পরিপাটি আর পরিস্কার থাকবেন। বিছানায় এক্টিভ থাকবেন। বিশেষ করে শশুর বাড়িতে থাকলে এবং শশুর বাড়ির মানুসের সাথে সমস্যা হলে সেটা নিয়ে বেডরুম এ কথা বলবেন না। মনের সব হতাশা সৃষ্টিকরতা কে বলুন। কারন কোনো মানুষ ই চায় না তার পরিবার নিয়ে নেতিবাচক কিছু শুনতে। দরকার পরলে মিথ্যে করে বানিয়ে বানিয়ে হলেও তার পরিবার এর প্রশংসা করুন। তার ভাল কোনো দিক থাকলে সেটার প্রশংশা করুন। বিয়ের আগে সে আপনার প্রেমিক হয়ে থাকলে সেই মধুর স্মৃতি নিয়ে কথা বলুন। তার দিন কেমন গেল সেটা জানতে চান। বিরক্ত হলে ও ঘুম থেকে উঠেই তার গালে একটা চুমু দিন। মোট কথা তার প্রতি আপনার ভালবাসা বুঝানোর সবরকম চেষ্টা চালান। আপনার প্রতি তার নির্ভরশীলতা বাড়ান। একবার যদি তার মনে ঢুকে যায় যে আপনাকে ছাড়া সে চলতে পারবেনা। তাহলে খারাপ ব্যবহার করতে যাবেনা আর করলেও মাফ চাইবে।একটু সময় দিয়ে চেষ্টা করুন যদি তার সাথে সারাজিবন থাকতে চান।

পরের উপায় হচ্ছে, এত কিছুর পরেও যদি অবস্থার উন্নতি না হয় আর আপনার খুবি হাসফাস লাগে ওইরকম মানুসের সাথে সংসার করতে তাহলে আপনি পারিবারিক ভাবে সমাধান খুজুন। সেক্ষেত্রেও কোনো লাভ না হলে বিচ্ছেদের ব্যপারে ভাবুন।

Monika Ahmed
monikaahmed
433 Points

Popular Questions