একজন সুদ খোর, একজন ঘুষখোর, একজন মাগীবাজী, একজন জুয়াখোর, জানি এরা সবাই অপরাধী কিন্তু কে বেশি অপরাধী একটু জানাবেন কি?

1 Answers   11.4 K

Answered 2 years ago

আমার মতে, অপরাধের ক্রম —

ঘুষখোর

সুদখোর

জুয়াড়ি

বেশ্যালয়ে গমনকারী

এর ব্যাখ্যা হচ্ছে —

ঘুষ হচ্ছে অন্য মানুষকে জিম্মি করে টাকা আদায়; এতে অন্য মানুষের অধিকার নষ্ট হয়।

সুদ এবং ঘুষ, উভয়ই হচ্ছে মানুষকে জিম্মি করে টাকা আদায়; তবে ঘুষের সাথে এর পার্থক্য হচ্ছে সুদে টাকা ধার নেবার জন্য মানুষ আগ-বাড়িয়ে সুদব্যাবসায়ীর কাছে চলে আসে, যেটা ঘুষের ক্ষেত্রে হয় না।

জুয়াড়ি জুয়া খেলে নিজের পরিবারকে উচ্ছন্নে দেয়; পরিবারের বাইরে এর কোন প্রভাব নেই।

বেশালয়ে গমনকারী শুধু নিজের চরিত্র খারাপ করে; অন্য ব্যাক্তি এর দ্বারা ক্ষতিগ্রস্ত নাও হতে পারে।

Mahbub Alom
mahbubalom
389 Points

Popular Questions