একজন সবজান্তা ব্যক্তি আপনার কাছে পরামর্শ চাইলে, আপনি তাকে কী পরামর্শ দেবেন?

1 Answers   2.7 K

Answered 1 year ago

কোনো সবজান্তা ব্যক্তি কখনো পরামর্শ চাইবেন না; তিনি আমাকে যে প্রশ্নটি করছেন তাঁর "সঠিক উত্তর" তিনি ইতিমধ্যেই জানেন । তারপরও যদি তিনি আমার পরামর্শ চান, তবে আসলে তিনি কেবল তাঁর নির্ধারিত সঠিক উত্তরের সমর্থন চাইছেন ।

অতএব, এক্ষেত্রে কী করণীয় তা সহজেই অনুমেয় । আমি যাই বলি, সবজান্তা বাবুমশাই নিজে যেটা সঠিক পরামর্শ বলে বিচার করেছেন সেটাই আমাকে ঘুরিয়ে বলবেন । ব্যস, আমার কাজ হল "ঠিক, ঠিক! একদম ঠিক বলেছেন" বলে মাথা নেড়ে সায় দিয়ে যাওয়া । তিনিও খুশি হবেন, আমারও রেহাই পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে ।

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions