একজন সদ্য ব্যাবসায়ীর কোন কোন যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন?

1 Answers   14.2 K

Answered 2 years ago


যে ব্যবসায়ই করেন।

প্রথম কথা হলো আপনাকে সৎ হতে হবে।

যে ব্যবসা করবেন বলে ভাবছেন কিছু দিন ঐ ব্যবসার সাথে লেগে থাকুন, শিখুন। তারপর নিজের টাকায় ব্যবসা খোলার পরিকল্পনা করুন। তাহলে খুব দ্রুতই রেজাল্ট পাবেন। আর আগে থেকে ব্যবসায়ে কাজ করার জন্য আপনার কিছু পরিচিত লোক থাকবে। এতে সহজেই আপনি কাস্টমার পাবেন।

আপনি যত নরম হয়ে কথা বলবেন, সুন্দর আচরণ প্রকাশ করবেন ততই আপনি কাস্টমারদের আকৃষ্ট করতে পারবেন।

অবশ্যই পন্য ভালো হতে হবে আর অন্তত আপনার কথা অনুযায়ী হতে হবে।

সুলভ মূল্যে পন্য বিক্রি করতে হবে তাহলে কাস্টমার বেশি পাবেন, কেননা সবাই কিছু কম দামে ভাল জিনিসটাই নিতে চায়।

Jannatul
jannatul
485 Points

Popular Questions