একজন শিক্ষক কি তার ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিতে পারে? দিয়ে সমালোচনার স্বীকার হলে করণীয় কী?

1 Answers   3 K

Answered 2 years ago

আমার মনে হয়, বিয়ের প্রস্তাব টা ছাত্রীর অভিভাবকদের দেওয়া উচিৎ। ছাত্রীর অভিভাবকদের এই বিষয়ে সিদ্ধান্ত ও আলোচনা করা দরকার।

যদি আপনি ছাত্রীর সাথে প্রেম করতে ইচ্ছুক তাহলে প্রেমের প্রস্তাব টা ছাত্রীকে দেওয়া উচিৎ। (এখানে আমি তবুও বলবো আপনার দিক দিয়ে একটু বিপদ সংকেত থেকে যেতেই পারে।)

কেননা যদি সে নাবালক গন্ডির মধ্যে থাকে তাহলে আপনার প্রেমের প্রস্তাব টা অন্যভাবে তার অভিভাবক রিপোর্ট করলে আপনি কিন্তু ভীষন ভাবে বিপদে পড়তে পারেন।

আমি প্রায় সংবাদ মাধ্যমে দেখে থাকি কোন শিক্ষক কোন এক ছাত্রীকে কুপ্রস্তাব দিয়েছে যার ফলে সংবাদপত্রেও খবর টি ছাপা হয়েছে। কারন, এরকম খবর মিডিয়া গুলো বেশি প্রচার করে থাকে।

সামান্য একটু ভুলের জন্য আপনার সারা জীবন টা বরবাদ হয়ে যেতে পারে।

এর পর আপনি ভেবে দেখুন, আপনি কি করবেন?

জীবন বরবাদ হয় কিন্তু সামান্য একটু ভুলের কারণে।

কোথা দিয়ে কোথায় গিয়ে পৌঁছাবেন সেটা একমাত্র সময়েই বলতে পারে

আমাকে ফলো করতে এখানে ক্লিক করুন mindyou5.blogspot.com

Ashik Afsar
ashikafser
391 Points

Popular Questions