একজন শিক্ষক একজন ছাত্রীর প্রেমে পড়লে কিভাবে তাকে নিজের দিকে আকৃষ্ট করবে?

1 Answers   10.7 K

Answered 2 years ago

ভালবাসা আর প্রেম এক জিনিস না। আপনি যদি কারও প্রেমে পড়েন এর মানে হলো আপনি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছেন। তীব্রভাবে আকৃষ্ট হয়েছে। এত বেশি আকৃষ্ট হয়েছেন যে সভ্যতা ভব্যতা নীতি নৈতিকতাকে অগ্রাহ্য করে ফেলছেন। আপনি আপনার ছাত্রীর প্রতি প্রবলভাবে আকৃষ্ট হয়েছেন আপনি জানেন এটা ঠিক না। মুখে স্বীকার না করলেও আপনি মনে মনে জানেন যে এটা একেবারেই সঠিক কাজ নয়। সেজন্যই আপনার মনে সঙ্কোচ দ্বিধা কাজ করছে। সরাসরি তাঁকে কিছু বলার সাহস আপনার হচ্ছে না।


প্রেমে পড়লে মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পায়। এটা অনেক মানুষের জীবনে হয়। আমরা মানুষ রহস্যময় প্রাণী নিজেরাই জানি না বুঝি না আমরা কি চাই, কিংবা যেটা চাই সেটা আদৌ আমার দরকার কিনা!?


আমি টিউশন করি। ছেলে মেয়েদের পড়ানোর ক্ষেত্রে কয়েক বছরে আমার নিজস্ব কিছু ধ্যান ধারণা আর মতামত গড়ে উঠেছে। আমি দেখেছি ভাল শিক্ষক হলে ছাত্র ছাত্রীদের কাছে মানুষের অন্য রকম গ্রহণযোগ্যতা গড়ে ওঠে। যে গ্রহণযোগ্যতা কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়ের কাছেও থাকে না। এই পবিত্র দ্বায়িত্বকে হেয় প্রতিপন্ন করাটা কোনো দ্বায়িত্ববান মানুষের কাজ হতে পারে না। আমি দেখি কিছু কিছু মানুষ স্কুল কলেজে শিক্ষকতা করার সময় ছাত্রীদের সাথে সম্পর্ক পাতিয়ে বিয়ে করে ফেলে। আমি বিষয়গুলো একেবারেই হজম করতে পারি না। বাবা মায়েরা কষ্টার্জিত টাকা পয়সা খরচ করে ছেলে মেয়েদের শিক্ষকের কাছে পাঠায় জ্ঞানার্জনের জন্য, সেখানে এইসব বিশ্রী জিনিসের অবতারণা করাটা ছেলে মেয়ের বাবা মায়ের জন্য কতটা হতাশাজনক আমি ভাবতেই পারি না।


আমি সরাসরিই বলতে চাই, ছাত্রীর সাথে প্রেম করা শেয়ালের কাছে মুরগী বাগা দেওয়ার মত। এমন কাজটি করবেন না। সবকিছু বাদ দিলেও পেশাগত দ্বায়িত্ববোধের দিক থেকে হলেও দূরে থাকুন।

Rakib Afsar
rakibafsar09
379 Points

Popular Questions