একজন শিক্ষকের সাথে ছাত্রের কেমন সম্পর্ক হওয়া উচিত ?

1 Answers   4 K

Answered 2 years ago

যে ব্যক্তিকে সবাই মিলে পানিতে ফেললো, ইনি কে জানেন? ইনি সদ্য চিকিতসাশাস্ত্রে নোবেল বিজয়ী সেভান্তে প্যাবো। আর যারা তাকে পানিতে ফেলেছে, তারা তার সহকর্মী। দেখে বুঝা যাচ্ছে তার সহকর্মীরা তার থেকে অনেক জুনিয়র। তা সত্তেও তাদের সাথে বেশ ঘনিষ্ট সম্পর্ক আছে বলেই মনে হচ্ছে। আমি নিশ্চিত সে তার শিক্ষার্থীদের সাথেও বন্ধুভাবাপন্ন সম্পর্ক রাখে। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের তাদের সহকর্মী কিংবা শিক্ষার্থীদের সাথে এত ভালো সম্পর্ক বজায় রাখতে আমি অন্তত দেখিনি।


জাহাঙ্গীরনগরের একজন শিক্ষকের কথা মনে পড়ে গেলো। তিনি বাংলাদেশের একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট ছিলেন। আমাদের ডিপার্টমেন্টে হঠাত করে নিয়ম করলো, শিক্ষকদের ক্লাসে ইংরেজিতে পড়াতে হবে। ওই বেচারা পড়লো বিপদে। উনি ইংরেজি তেমন একটা পারতো না। আগেই বলে নিচ্ছি আমি মোটেও ইংরেজি না পারাকে অযোগ্যতা বলে মনে করি না। যাইহোক, ওই শিক্ষক প্রতিদিন ক্লাসে এসে ভুলভাল ইংরেজি বলে কিসব হাবিজাবি রিডিং পড়ে যেতেন। ছাত্রছাত্রীরা কিছু না বুঝে ফ্যালফ্যাল করে ওনার মুখের দিকে তাকিয়ে থাকতো। উনি নিজেও বুঝতেন যে উনি যা পড়াচ্ছেন ছাত্ররা তো দূরে থাক, উনি নিজেও বুঝছেন না। ক্লাসে মোটামুটি একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়ে যেত। কিন্তু, উনিতো অমুক বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট, হোকনা তিনি ক্লাসে কিছু পড়াতে পারেন না। তাই বলে তো আর শিক্ষার্থীদের সামনে মাথা নত করা যায় না। তাই ক্লাসের শেষের দিকে তিনি ইনিয়ে বিনিয়ে শিক্ষার্থীদের কড়া করে হুমকি দিয়ে যেতেন। তার মুখের ভাষা টা তখন শিক্ষকসূলভ থাকতো না আর। তার মুখের ভাষা হয়ে যেতো এলাকার পাতি রংবাজদের মত। তিনি হুমকি দিয়ে বলতেন, "বছর শেষে পরীক্ষার নম্বর কিন্তু আমিই দিবো। তাই তোমাদের পাশ ফেল আমার হাতে। তাই যদি কেউ কোথাও আমার বিরুদ্ধে কথা বলো, ভালো হবে না।"


এবার একবার চিন্তা করুন, ওই শিক্ষককে যদি তার ছাত্ররা পানিতে ফেলে, তিনি তো তাদের বিরুদ্ধে মামলা করবেন। তো বুঝতেই পারছেন। এই হচ্ছে বাংলাদেশে ছাত্র-শিক্ষকের সম্পর্ক। বলছিনা ভালো শিক্ষক নেই। আমি কুমিল্লা জিলা স্কুল আর নটর ডেম কলেজে বেশ কয়েকজন দারুন-দারুন শিক্ষক পেয়েছি। চীনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তখন চীনে নতুন গেছি। পথঘাট চিনিনা। পথেঘাটে ইংরেজি বলা মানুষ খুজে পাওয়া কিছুটা কঠিন ছিল। তো আমার ভার্সিটির নতুন ক্যাম্পাস থেকে পুরাতন ক্যাম্পাসে যাওয়ার দরকার ছিলা। দুই ক্যাম্পাসের দূরত্ব ২৫ কিলোমিটার। বাস মিস করে ফেলেছিলাম। ট্যাক্সি কিভাবে ঠিক করে জানিনা। তো এক ভদ্রলোককে পেলাম। তাকে ইংরেজিতে বুঝিয়ে বললাম সব। তিনিও ইংরেজিতে ব্যাখ্যা করলেন কিভাবে আমি ট্যাক্সি পেতে পারি। পরে কি যেন ভেবে বললেন চলো আমি তোমাকে ট্যাক্সি ঠিক করে দেই। প্রায় ৫০০ মিটার হেটে তিনি আমাকে ট্যাক্সি ঠিক করে দিলেন। ট্যাক্সির জন্য অপেক্ষা করতে করতে উনার সাথে কথা বলছিলাম। জিজ্ঞেস করলাম আপনি কি করেন? জবাবে বললো তিনি আমারই ভার্সিটির রিমোট সেন্সিং ডিপার্টমেন্টের ভিজিটিং প্রফেসর, মূলত ইউনিভার্সিটি অফ মেলবোর্ন এর প্রফেসর তিনি। আজকের মত সেদিনো অবাক হয়েছিলাম। এত হাই প্রোফাইল একজন লোক কিভাবে এত উদার মানসিকতার হতে পারে? বাংলাদেশে তো অনার্স পাশ একজন লেকচারারের সাথে দুই মিনিট কথা বলতেও এপয়েন্টমেন্ট নেয়া লাগে।

Anwoer Islam
Anwoer
353 Points

Popular Questions