একজন মেয়ে হিসেবে কোন ১০ টি আদব থাকা উচিত?

1 Answers   10.3 K

Answered 2 years ago

খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা উপদেশপূর্ণ উত্তর লিখেছেন, তারা খুবই ভালো লিখেছেন। বরাবরের মতন, আমি বিষয়টাকে আরো সহজ করবো। ইনশা-আল্লাহ।

    ইংরেজিতে বলে Priceless, হিন্দিতে বলে अनमोल (anmol), বাংলায় বলে - অমূল্য

সবাই এই "অমূল্য" কথাটির অর্থ জানেন। কিন্তু, বিষয়টা গভীরভাবে অনুধাবন করার দরকার হয়তো হয় নি। আজকে আমরা ওই "অমূল্য" কথাটি বুঝবো।

আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, পরীক্ষায় পাশ করেছেন, সার্টিফিকেট পেয়েছেন। সেই সার্টিফিকেটটি আপনি নিশ্চয়ই পত্রিকার বাণ্ডিলের সাথে রাখেন না। আপনি অতি যত্ন করে, সেই সার্টিফিকেট আলমারিতে তুলে রাখেন। কারণ, সার্টিফিকেট আপনার কাছে খুবই মূল্যবান।

সেই মূল্যবান সার্টিফিকেট যদি কখনো হারিয়ে যায়, আপনি কিছুটা দুঃখ পাবেন। তারপরে, বেশ কিছু প্রক্রিয়ার পরে, নতুন একটা সার্টিফিকেট পাওয়া যায়। কিছুটা পরিশ্রম হবে, খরচ হবে, কিন্তু অবশেষে নতুন আরেকটা সার্টিফিকেট পাওয়া যাবে।

    সার্টিফিকেট জিনিসটা মুল্যবান ; কিন্তু, শিক্ষাটা হলো - অমুল্য

সার্টিফিকেট জিনিসটা একটা কাগজের টুকরো হলেও, সেটা মুল্যবান কেন? কারন ওই সার্টিফিকেটটি আপনার অমুল্য শিক্ষার প্রমান। আপনার অমুল্য শিক্ষার জন্যই, সার্টিফিকেট জিনিসটা মুল্যবান।

    ঠিক তেমনই - নারী খুবই মুল্যবান। নারী মুল্যবান হবার কারন হলো - নারীর অমুল্য চরিত্র ; নারীর অমুল্য ইজ্জত।

প্রশ্নতে নারীর জন্য ১০টি আদব জানতে চেয়েছে। অযথা অতগুলো আদব জানতে হবে না। অতকিছু মুখস্ত করতে হবে না। শুধুমাত্র এই একটা বিষয় জানলেই হবে -

    নারী হলো মহা মুল্যবান। কোন অবস্থাতেই নিজেকে সহজলভ্য করা যাবে না।

Mrs. Tierra Jenkins Sr.
neoma.howe882
96 Points

Popular Questions