একজন মেয়ে হিসেবে আমি কী কী ব্যবসা করতে পারি যা হালাল? তবে আমার মূলধনও স্বল্প পরিমাণ।

1 Answers   9.7 K

Answered 1 year ago

মেয়েদের জন্য সব চে সহজ আর কম পুজির ব্যবসা ক্রাফটিং। কিছু কালার শিট, পুতি, কাচি, সুতা, মার্কার পেন, আরো এই টাইপ যা যা লাগে ২ হাজার টাকার জিনিস কিনে আনলে পাঁচ ছয় আইটেম বানাতে পারবেন। ১ টা আইটেম ১ হাজারে সেল করতে পারবেন ফেবু পেজ খোলে কিছু স্যাম্পল পোস্ট করে সেই পোস্ট ৫০০ টাকা খরচ করে কারো কার্ড দিয়ে স্পন্সর/বোস্ট করবেন। এক বুস্টেই ১০/১৫ টা অর্ডার আসবে। ধৈর্য সহ পেজ অপারেট করবেন। প্রোডাক্টের দামের সাথে কুরিয়ার চার্জ যোগ করে দাম বলবেন।। আস্তে আস্তে ব্যবসা জমে উঠবে। - ক্রাফট ক্রয় করে মানুষ গিফটের জন্য। আর এতে ৫০০ না ১০০০ দাম কাউন্ট করেনা। সখের তোলা লাখ টাকা কথায় আছেনা? যা যাবে আপনার পরিশ্রম আর লাগবে ধৈর্য + হাল্কা পুজি। শিখতে পারবেন ইউটিউব থেকে। পেজ ফেবুতে অনেক আছে ক্রাফটিং এর। তারা কিভাবে প্রচার করে অর্ডার নেয় ফলো করলে শিখে যাবেন। ব্যবসা সফল হলে আমাকে একটা গিফট করবেন। 😎😛
Rashed Rimon
rashedrimon
509 Points

Popular Questions