একজন মেয়ের ক্ষেত্রে বাড়ি থেকে হোস্টেল বা মিশন যাওয়ার সময় কী কী জিনিস পত্র নিয়ে যাওয়া উচিত?

1 Answers   7.8 K

Answered 2 years ago

সেটা নির্ভর করছে, আপনি কেমন হোস্টেলে যাচ্ছেন, তার উপর।

কেমন হোস্টেল বলতে, হোস্টেলের ব্যবস্থাপনা কি রকম। আপনাকে কি কি পরিসেবা দেওয়া হবে এবং তার পরিপাটি কি রকম। আপনাকে কি খাওয়া দাওয়া তারা দেবে, না কি নিজে রান্না করতে হবে। আপনাকে কি নিজের জামা কাপড় কাচতে হবে না, লন্ড্রি সেবা থাকবে। আপনারা একটি রুমে দুজন তিনজন বা কতজন থাকবেন? কতজনের জন্য একটি বাথরুম টয়লেট থাকবে। আপনাকে কতটা জিনিস রাখতে দেবে ও তার ব্যবস্থা কি রকম? আপনার হোস্টেল টি কোথায় অবস্থিত ও তার কাছাকাছি কি আছে?

আজ থেকে দু তিন বছর আগে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে গোয়া যাচ্ছিলো হোস্টেল থেকে লেখা পড়া করতে। কলেজের হোস্টেল। তাদের নিজের অভিজ্ঞতা থেকে একটি লিস্ট করে দিয়েছিলাম। পরে তার মেয়ে আমাকে বার বার বলতো যে সে অবাক হয়ে যায়, যে সবথেকে বেশী প্রস্তুত হয়ে এসেছিলো। আর অন্য মেয়েরা বলতো যে সে নিশ্চয়ই আগে হোস্টেলে থেকেছে।

তাকে দেওয়া লিস্ট এখন মনে নেই, তবে আপনাকে কিছু বুঝিয়ে দিতে চেষ্টা করছি যেমন ভাবে তাকে দিয়েছিলাম। যখন আপনি অন্য কোথাও গিয়ে থাকবেন এবং তা দীর্ঘ সময়ের জন্য তখন আপনার কি কি চাই, তা আপনি নির্ধারণ করবেন, আপনার দৈনন্দিন কার্য্যকলাপের ভিত্তিতে। ( কর্ম সূত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে থেকে বলতে পারেন living in a suitcase আমার ভাগ্য ছিলো)। আপনি প্রত্যেক বস্তুর নাম লিখতে থাকুন।

আপনি রোজ রাতে ঘুমাবেন। তাই আপনার চাই বিছানার চাদর। পাতবার জন্য, গায়ে দেওয়ার জন্য। আপনি যেখানে থাকবেন সেটা কি ভীষণ প্রকৃতির এলাকা? সেখানে শীতে কতটা ঠান্ডা পড়ে? গরমে কতটা গরম হয়? এটা আপনাকে জানতে হবে। সাধারণত কতটা তাপমান ও আর্দ্রতা থাকে। আপনি কখন সেখানে যাচ্ছেন? সেই হিসাবে আপনার একটি কম্বল লাগবে। তা তারাই দেবে। না দেবে না। যদি না দেয় তাহলে তা আপনাকে নিয়ে যেতে হবে, না হয় সেখানে কিনতে হবে। সেই হিসাবে আপনার ঘুমানোর পোশাক পরিধান আপনাকে নিতে হবে। বালিশের কাভার নিতে হবে যদি আপনার নিজস্ব কোনো অসুবিধা থাকে।

ঘুম থেকে উঠে, পায়ে স্লিপার/চটি পড়ে, বাথরুমে গিয়ে ব্রাশ করবেন, টুথপেস্ট ব্যবহার করবেন। মগ দিয়ে জল ব্যবহার করবেন। ফ্রেশ হয়ে সাবান দিয়ে হাত ধুবেন। তোয়ালে দিয়ে হাত মুখ মুছবেন।ভেজা তোয়ালেটা, কোথাও দড়িতে ঝুলিয়ে রাখবেন। শীত করছে দেখে গায়ে ফ্লিস টা দিয়ে দিলেন। পায়ে মোজা পরে নিলেন। জলের বোতল থেকে গ্লাসে জল খেয়ে নিলেন। দেওয়ালে ঘড়ি না থাকায় ও টেবিলেও ঘড়ি না থাকায়, চার্জার থেকে মোবাইল খুলে দেখবেন। হাতে কিছুটা সময় থাকায়, এরপর হয়তো প্লাস্টিকের বাক্সে রাখা একটা দুটো বিস্কুট খাবেন। হঠাৎ মনে পড়লো যে আজকে ব্রেকফাস্ট দেরীতে হবে। তাই ম্যাগির প্যেকেট বার করলেন। নিজের সাথে আনা স্টীলের বাসনে জল ভরে তাতে সাথে আনা ছোট টেবিল টপ ইমার্শান হিটারটা ডুবিয়ে, জল গরম করলেন।মোটা প্লাস্টিকের ঢাকনা দেওয়া বাউল ও ফোর্ক চামচ বার করে নিলেন।সঙ্গে আনা প্লাস্টিকের প্লেইট, বা স্টীলের থালা বার করে নিলেন, বাটি দুটির দরকার এখন নেই। চায়ের কাপ, টি ব্যাগ বার করে নিলেন। মনে মনে ভাবলেন মসকিটো রেপেল্ট ক্রিমটা সঙ্গে এনে, রাত্রে লাগিয়ে ভালো করেছেন।….

আপনাকে দেওয়া আলমারির থেকে হ্যাঙ্গারে ঝোলানো নিজের কাপড় বের করলেন। দেখলেন তার ইস্ত্রী খারাপ হয়ে আছে। আর একটি বোতাম অর্ধেক ঝুলে আছে। আপনি নিজের তালা দেওয়া সুটকেস খাটের নীচে থেকে বার করে, তার থেকে বার করলেন নিজের একদম হাল্কা ওজনের স্টিম প্রেস। তাকে গরম হওয়ার জন্য লাগিয়ে, নিজের প্লাস্টিকের বাক্স থেকে সুতো, ছুঁচের বাক্স থেকে তা বার করে বোতাম টা ঠিক করে নিলেন। তাতে আনা কিছু হুক আছে, যা অন্তর্বাসের জন্য দরকারী তা দেখে নিলেন। সঙ্গে আছে, কাঁচি, সেফ্টিপিন, নেইলকাটার…

আপনার ছোট্ট প্লাস্টিকের বাক্সে কিছু মেমরি কার্ড, ইয়ারফোন, ইয়ারপড, ব্লুটুথ সব রাখা থাকে, সেটা বার করে আলমারিতে রেখেছেন।

বাথরুমে স্নান করতে যাবেন বলে, শ্যাম্পুর শ্যাসে বার করে নিলেন। কাপড় কাচার সাবান, তার বড় কেস আর গায়ে মাখার একটু উঁচু সাবানের কেসটা নিয়ে স্নান করতে গেলেন। সঙ্গে নিলেন গা ঘষবার স্ক্রাবার। ধোয়া কাপড় শুকোতে দেওয়ার জন্য যেখানে দড়ি ঝুলিয়ে ছিলেন, তাতে দিয়ে দিলেন। নিজের হেয়ার ড্রায়রটা দিয়ে চুল শুকিয়ে নিলেন। চুলের চিরুনি ব্রাশ দিয়ে চুল আঁচড়ে নিলেন। মনে মনে ঠিক করলেন কোন হেয়ার ব্যান্ড, ক্লাচারটা ব্যবহার করবেন। নিজের প্রসাধনীর ব্যবহার করলেন। জুতোটা ফোম ব্রাশ দিয়ে মুছে নিলেন।

নিজের ব্যাগটা বার করলেন, যাতে মোবাইল, একটা দুটো বই খাতা, কলম, রিচার্জেবল টর্চ, ছাতা, ইত্যাদি রাখা যায়। নিজের সুটকেস আলমারি তালা দিয়ে, বেরিয়ে পড়লেন। সোয়েটার, জ্যেকেট, মাথার টুপি পরে। আপনার পরিচয় পত্রের/ কার্ড হোল্ডারটা নিতে ভুললেন না।ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনি তাতেই রেখেছেন। যেখানে চশমা, গ্লেয়ার্স গুলো রেখেছেন সেখান থেকে পছন্দেরটা চোখে দিয়েছেন।

বেরিয়ে দেখে নিলেন, যে হোস্টেলের খুব কাছাকাছি কিসের কিসের দোকান আছে। বই খাতা, প্রিন্টিং, জেরক্সের দোকান, জেনারেল স্টোর, ইত্যাদি কোথায়। ঔষধ পত্রের দোকান কোথায়। যদিও স্টেপলার, হোল পাঞ্চ, লেখার প্যাড, পেন পেন্সিল, গার্ডার- রাবার ব্যান্ড আপনি সঙ্গেই এনেছেন।

আপনার জন্য আপনার অভিবাকরা কোনো UPI পেমেন্টের ব্যবস্থা করে রেখেছেন। আপনার একাউন্টে কিছু টাকা এমারজেন্সির জন্য, কিছু কন্টিজেন্সি ফান্ড রেখেছেন, যা আপনি জানেন যে আপনি বেগতিক পরিস্থিতি না হলে খরচ করবেন না। যেমন এমন কোনো পরিস্থিতি যাতে আপনি তৎক্ষনাত টিকিট কেটে ফেরত আসতে পারেন। আপনার নামে এমন মেডিকেল ইনশিওরেন্স নেওয়া আছে, যা আপনাকে ক্যাশলেস ফেসিলিটি দেয়, এবং আপনি জানেন যে যেখানে আপনি থাকছেন সেখানের কোন কোন হাসপাতালে আপনি যেতে পারবেন। সব থেকে কাছের হাসপাতাল কোনটা। আপনার হোস্টেলের এলাকার থানা কোনটা ও কোথায়। আপনার রুম মেইটদের নাম মোবাইল নাম্বার নিজের অভিভাবকদের জানিয়ে রেখেছেন।

এইসব পড়ে, আপনার মাথায় ব্যাথা হয়ে গেল। তাই ঔষধের বাক্সটা বার করে মাথা ব্যাথার অসুধ খুঁজতে গিয়ে হাতে পড়ছে, গ্যাস, এ্যসিডিটির অসুধ, আয়োডেক্স বা মুভের স্প্রে, থার্মোমিটার আর ব্যান্ডেড।

আপনি হয়তো লক্ষ্য করছেন যে প্লাস্টিকের বাক্স ছোট বড় ইত্যাদি বার বার উল্লেখ করছি। এটা কোথাও থাকতে গেলে খুব কাজে দেয়। বিশেষ করে যেখানে আপনাকে খুব অল্প যায়গা দেওয়া হয়, বা রুম শেয়ার করে থাকতে হয়।

যা কিছুর উল্লেখ আছে, তা শুধু একটি ইঙ্গিত। আপনি তার পারিপার্শ্বিক আরো অনেক কিছুই যোগ করতে পারেন। আপনার নিজস্ব জীবন শৈলী অনুসারে বিয়োগ করতে পারেন।

গতিবিধি বা কার্য্যকলাপ অনুসারে কোনো বস্তুর ধরণ ও সংখ্যা নির্ধারণ করতে পারেন।

আপনি যেখানে যাচ্ছেন সেখানে কি প্লেনে যাচ্ছেন না রেলে যাচ্ছেন। আপনার সবকিছুর ওজন কত হচ্ছে। তাই কোনটা সঙ্গে নিয়ে যাবেন, কোনটা সেখানে গিয়ে কিনবেন তা বুঝে নিতে হবে।জিনিস পত্র কখনো একটি সুটকেসে নেবেন না। বড়, মাঝারি ও ছোটতে বিভক্ত করে নেবেন। সেখানে এটি আপনার কাজে লাগবে।

তালা জিনিসটা একাধিক থাকতে হবে, ছোট, মাঝারি ইত্যাদি। রুম মেট ঘটনাচক্রে রুম মেট, প্রথম দিনেই বন্ধু নয়। সময় প্রমাণিত করবে সম্পর্কের গভীরতা। ভাগ্যে থাকলে, এই বিষয়টা আপনাকে শিখিয়ে দেবে, কিভাবে অপছন্দের মানুষের সাথেও থাকা যায়।

আশা করি যেই হোস্টেলে থাকবেন সেখানের বিষয়ে কি কি খবর আপনি আগে থেকে জানলে সুবিধা হবে, তার ধারণা করতে পারছেন।

Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions