Answered 2 years ago
আজকাল খবরের কাগজ খুললেই শিশুকন্যাকে নির্যাতনের খবর। পড়তে পড়তে ক্লান্ত, বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে পড়েছি। আত্মীয়-স্বজন, শিক্ষক, পাড়া প্রতিবেশী কেউই এই ফুলের মত পবিত্র শিশুদের রেহাই দেয় না। খুব রাগ লাগে জানেন। মনে হয় এই শয়তানগুলোকে নিজের হাতে আড়ং ধোলাই দিয়ে ফাঁসির ব্যবস্থা করি। কিন্তু কিছুই করতে পারি না।
মায়েরা মেয়েদের সবচেয়ে কাছের। তাই মায়েদের উচিৎ তাদের মেয়েদের বন্ধু হয়ে ওঠা। এবং কোনটা ভালো স্পর্শ কোনটা খারাপ স্পর্শ তা ওদের গল্পের মাধ্যমে তিনবছর বয়সে বিদ্যালয়ে যাওয়া শুরুর আগে শিখিয়ে দেওয়া। আর যখন ওরা খুবই ছোট তখনও ওদের সবার কোলে না দেওয়াই ভালো। একমাত্র পরিষ্কার,সুস্থ মনের মানুষের কোলে দিতে পারেন। বাবা মায়ের কাছে শিশু কন্যা সবচেয়ে নিরাপদ। এই যুগে কাউকে নিজের সন্তানের ব্যাপারে বিশ্বাস করার আগে লক্ষবার ভাবা উচিত
shuvanahmed publisher