একজন ভারতীয় হিসেবে, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) সম্পর্কে আপনি কী ভাবেন বা জানেন?

1 Answers   1.6 K

Answered 2 years ago

বুয়েট সমন্ধে আমার যেটুকু জানা তা কোরার বাংলাদেশি ভাই বোনদের লেখা পড়েই জানা । আগে বুয়েট সমন্ধে কিছুই জানা ছিলো না । লেখা পড়ে যা বুঝতে পেরেছি , তা হোল ।

1 ভীষণ ভীষণ আন্তর্জাতিক মানের ভালো ইনস্টিটিউট, বাংলাদেশের সেরা ছাত্র ছাত্রীরা এখানে পড়ে ।

2 গুণগত মান অত্যন্ত উন্নত । অনেক ক্ষেত্রে ভারতীয় I I T থেকে উন্নত ।

3 প্রতি বছর বুয়েট থেকে বহু ছাত্র ছাত্রীরা M I T বা অন্যান্য উন্নত পৃথিবী বিখ্যাত ঊনিভার্সিটি তে ভর্তি হচ্ছে ।

4 অত্যন্ত ভালো পড়ার পরিবেশ । বাংলাদেশে যারা এঞ্জিনীরিং পড়তে চায়, তারা বুয়েট কে লক্ষ করেই প্রিপারেশন নেয় ।

তবে এটাও শুনেছি, আর সামান্য উন্নতির অবকাশ আছে, বিশেষত ছাত্র শিক্ষক সম্পর্ক / রাজনৈতিক অনুপ্রবেশ নিয়ে ।

Sohanur Rahaman
sohanurrahaman
264 Points

Popular Questions