একজন ব্যবসায় শাখার শিক্ষার্থীর কী কী স্কিল থাকা উচিত?

1 Answers   11.1 K

Answered 2 years ago

সবার প্রথম ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, আপনি একজন ব্যবসায় শাখার শিক্ষার্থী অর্থাৎ আপনাকে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সকল ধরনের হার্ড স্কিল গুলোকে শেখানো হবে। যেমন:

ব্যবসায় কিভাবে ফাইন্যান্স কাজ করে?

ব্যবসায় কিভাবে মার্কেটিং কাজ করে?

ব্যবসায় কিভাবে মানব সম্পদ ব্যবস্থাপনা কাজ করে?

ব্যবসায় কিভাবে টেকনোলজি কাজ করে?

ব্যবসার জন্য প্রচলিত আইন কানুন গুলো কি রকম?

ইত্যাদি আরো অসংখ্য বিষয়ের উপরে যে স্কিলগুলো শেখানো হবে সেগুলো হচ্ছে হার্ড স্কিল।

ক্যারিয়ারে সবথেকে সেরাটা দিতে হলে আপনাকে এই ব্যবসার হার্ডডিস্ক এগুলোর পাশাপাশি জীবন পরিবর্তনকারী সফট স্কিল গুলো শিখতে হবে, যেগুলো ছাড়া ক্যারিয়ারে উন্নতি করা একদম অসম্ভব। যেমন:

কিভাবে সবথেকে ভালো দর কষাকষি করতে হয়?

কিভাবে সময় কে সব থেকে ভালো ভাবে ম্যানেজ করতে হয়?

কিভাবে সবার সাথে ঠিকমতো যোগাযোগ রক্ষা করতে হয়?

কিভাবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়?

যেকোনো বিষয়কে কিভাবে সহজে উপস্থাপন করা যায়?

কিভাবে সবার ভিতর প্রভাব বিস্তার করা যায়?

কিভাবে যেকোনো সমস্যা কে দ্রুত সমাধান করা যায়?

কিভাবে বেশি বলার থেকে শুনে শুনে চলতে হয়?

কিভাবে ভালোভাবে টিম নিয়ে কাজ করতে হয়?

কিভাবে সঠিক যোগাযোগ করতে হয়?

ইত্যাদি আরো অসংখ্য ধরনের স্কিল আছে যা আপনাকে সময় সময় দিয়ে শিখে নিতে হবে আর যখন আপনার হার্ড স্কিল এবং সফট স্কিল গুলো একসাথে কাজ করা শুরু করবে, তখনই আপনি হবেন সবথেকে সর্বোৎকৃষ্ট।

গুরুত্বপূর্ণ কথা এই সফটস্কিল গুলো শুধু মাত্র আপনার, ব্যক্তিগত জীবনে কাজে লাগবে না, এগুলো আপনার ব্যবসায়িক, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় জীবনেও কাজে লাগবে।

নিচের পোস্টগুলো এর সাথে পড়ে ফেলতে পারেন যা আপনাদের আরো বেশি কাজে লাগবে।

সিইও হতে হলে কি কি দক্ষতা লাগবে?

কিভাবে একজন ভালো বিজনেস লিডার হওয়া যায়?

নিজের কার্যক্ষমতা কিভাবে বৃদ্ধি করা সম্ভব?

আমার এই পোস্টটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন  (হোয়াটসঅ্যাপ, ফেসবুক টুইটার, লিঙ্কডইন, সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে) আপনাদের পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে আর অবশ্যই Upvote করে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে এ ধরনের ভাল ভাল পোষ্ট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হতে পারি।

ব্যবসার পুঁজি, স্বল্প পুঁজি, ক্ষুদ্র ব্যবসা, ব্যবসা পরিকল্পনা, উদ্যোগ, লাভজনক ব্যবসা, অনলাইনে বিক্রি করা, পণ্য উন্নয়ন, বিনিয়োগ পরামর্শ, ব্যবসার আইডিয়া এবং ক্যারিয়ার অরিয়েন্টেড আধুনিক সব কনটেন্ট পেতে আমাকে অনুসরণ করুন যাতে পরবর্তীতে আমার পোস্টগুলো আপনি সবার আগে পেতে পারেন।

Tonmoy Shek
tonmoyshek
536 Points

Popular Questions