Answered 2 years ago
ভালো হয়— বিসিএস পাশ ইন্টারন্যাশনাল প্রোগ্রামার হলে :D
অর্থাৎ বিসিএস এ টিকে হেব্বি একটা বিয়ে করে প্রোগ্রামার হয়ে ইয়েকে নিয়ে বিদেশী স্যাটেল হলে।
মেইন কথা হচ্ছে--দেশে স্যাটেল হতে চাইলে বিসিএস এর উপরে খুব বেশি জিনিস নাই।
বিশাল সম্মান। বিয়ের বাজারে লম্বা ওয়েটিং লিষ্ট। আরাম করতে চাইলে অনেক আরামের লাইফ। মিসইউজ করতে চাইলে অনেক প্রভাব, প্রতিপত্তি। সিস্টেমে টু-পাইস কামাতে চাইলে সেই সুযোগও আছে। আবার ভালো একজন বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করার। সমাজে পজিটিভ ইমপ্যাক্ট ফেলানোরও ভালো সুযোগ আছে। যদিও বিসিএস এর সিট কম। তাই রিস্ক হাই। তবে যারা সিরিয়াসলি খাটে। একটু স্ট্রাটেজিজ আমি দেখি তাদের সবারই হয়ে যায়।
বিসিএস এর জন্য মানুষ যত কষ্ট করে তার সমান কষ্ট প্রোগ্রামিংয়ের পিছনে দিলে একজন সেরা প্রোগ্রামার হয়ে সেরা প্রতিষ্ঠানে চলে যেতে পারে। তবে প্রোগ্রামিং এর লাইনে ক্যারিয়ার সেট কর বিসিএস এর মতো রিস্কি না। ভালো প্রোগ্রামার হলে ভালো চাকরি পাওয়া যায়। দেশে বা দেশের বাইরে প্রোগ্রামিং নিয়ে মাইগ্রেট করার সুযোগ আছে। নিজে নিজে স্টার্টআপ দেয়ার সুযোগ থাকে। আর কম ভালো প্রোগ্রামার হলেও কিছু না কিছু একটা সুযোগ তৈরি করতে পারে।
উপসংহার: দুইটাই ভালো। যেটাই সিরিয়াসলি করতে পারো সেটাই ভালো।
জাস্ট একটা হচ্ছে "চকলেট মিল্ক" আরেকটা "ম্যাংগো মিল্ক"। যেটাই খাবে কষ্ট করে অর্জন করবে। তারপর তৃপ্তি নিয়েই খাবে।
asbankhan publisher