একজন বিশিষ্ট শিল্পপতি হতে গেলে কী কী যোগ্যতা লাগে?

1 Answers   6.3 K

Answered 2 years ago

প্রাণ গ্র্রুফ, স্কয়ার গ্র্রুফ, আবুল খায়ের গ্র্রুফ, টাটা গ্র্রুফ, পিএইচপি গ্র্রুফ, বসুন্ধরা গ্র্রুফ, এমন অনেক শিল্প গ্র্রুফ আছে -এখানে অল্প কয়েকটির নাম শুনালাম।

এরা সকলেই একগাদা শিল্পের মালিক। এ সকল গ্র্রুফ প্রথমে তাদের একটি ছোট্র প্রোডাক্ট বাজারে জনপ্রিয় করেছে।

যেমন- প্রাণের

যাত্রা শুরু একটি জুসের মাধ্যমে, আবুল খায়ের পারটেক্স বোর্ডের মাধ্যমে, তীর সয়াবিন তৈলের মাধ্যমে, টাটা গাড়ীর মাধ্যমে, পিএইচপি ঢেউটিনের মাধ্যমে, মিল্লাত ফার্মাসিউটিক্যালস- মিল্লাত বামের মাধ্যমে, বেক্সিমকো- আমদানী-রফতানী ব্যবসার মাধ্যমে, হক - বিস্কুটের মাধ্যমে, নাবিস্কো- নাবিস্কো গ্লুকোজ বিস্কুটের মাধ্যমে, অলিম্পিক- ব্যাটারির মাধ্যমে, কোহিনুর- তিব্বত স্নো-র মাধ্যমে, কসকো - গ্লিসারিস সোপের মাধ্যমে, জনপ্রিয়তা অর্জন করেছে এবং ধীরে ধীরে একাধিক শিল্প তৈরী করেছে। কালক্রমে সকল শিল্পকে একীভূত করে গ্রুফ অব ইন্ডাষ্ট্রি হয়েছে।

সকলেরই প্রথম প্রোডাক্ট খুবই সামান্য। তার উপর ভিত্তি করেই আজকে গ্র্রুফ অব ইন্ডাষ্ট্রির মালিক।

মিল্লাত ফারমাসিউটেক্যাল এর যাত্রা শুরু - একজন ফেরিওয়ালা- যিনি আবদু মিয়া নামে পরিচিত। তাঁর নিজ প্রোডাক্ট দু‘পয়সা দামের মিল্লাত বাম। কিন্তু তিনি এ মিল্লত বামকে সরাসরি ফেরী করে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন। অন্যের প্রোডাক্ট বিক্রি না করে নিজের প্রোডাক্ট বিক্রি করেছেন। এমনিভাবে, শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর সকল বড় বড় গ্রুফের মালিকগণ খুব ছোট একটি পণ্য দিয়ে শুরু করেছে এবং তাঁরা প্রত্যেকে সফল উদ্যেক্তা।

একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য একজন সফল উতপাদনকারী হতে হবে এবং তা মানুষের কাছে পৌছাতে হবে।

আপনি প্রশ্ন করেছেন- একজন বিশিষ্ট শিল্পপতি হতে গেলে কী কী যোগ্যতা লাগে?

আপনার প্রশ্নের আলোকে বলছি - একজন শিল্পপতি হতে হলে আপনাকে একজন ভালো উদ্যাক্তা হতে হবে।

উদ্যোক্তা হতে হলে : উতপাদন কাজে মোট তিনটি মৌলিক উপাদান প্রয়োজন।

  1. জমি ( প্রাকৃতিক সম্পদ - জমির বলতে শুধু ভুমি নয়)
  2. শ্রম ( শ্রম বলতে শ্রমিকের কাজ বোঝায়)
  3. মূলধন ( উতপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল, যন্ত্রপাতি, স্থাপনা ইত্যাদি)

উক্ত তিনটি উপকরণের মাত্রাগত ব্যবহার করে উদ্যোক্তা পণ্য ও সেবা উতপাদন করেন।

সুতরাং, কোন ভিজুয়াল-ননভিজুয়াল পণ্য/ সেবার একটি একক, উতপাদন থেকে শুরু করে তার সুষ্ঠু বিপনন করার জন্য , উপরোক্ত উপাদান সমূহের সুসম ব্যবহারের কৌশল আয়ত্ব করে আপনি একজন সফল উতপাদনকারী হতে পারেন।

একটি পণ্য থেকে ধীরে ধীরে আপনার উতপাদনকে প্রসারিত করে আপনি আপনি একজন শিল্পপতি হতে পারেন।

শিল্প- অনেক বড় একটি ব্যাপার। যেমন বস্ত্র শিল্প। তুলা চাষ থেকে শুরু করে স্পিনিং, উইভিং, ডাইং, গারমেন্টস, ফিনিসিং- এসকল কাজ বস্ত্র শিল্পের অন্তর্ভূক্ত। বস্ত্র শিল্পের সবকটি শাখায় আপনাকে উতপাদন করতে হবে - এমন নয়। যেমন, পোষাক শিল্প। পোষাক শিল্পের মধ্যেও অনেক ভাগ আছে। আপনি কোন একটি ক্ষুদ্র অংশ- যেমন, বোতাম উতপাদন দিয়ে শুরু করতে পারেন।

উতপাদনের সাথে বিপনন- খুবই গুরুত্বপূণ। কারণ, আপনি উতপাদন করে আপনার গোডাউন ভরে ফেললেও, যদি সঠিক বিপনন করতে না পারেন, তবে আপনার উতপাদনের কোন দাম নেই।

এমন অনেকগুলো পণ্য যখন আপনি উতপাদন ও বিপনন করবেন তখন আপনি উক্ত খাতের একজন বিশিষ্ট শিল্পপতী হবেন।

ভাবছেন, অনের দূর পাড়ি দিতে হবে, বিষয়টি এরকম নয়। আপনার প্রথম প্রোডাকটি - জনপ্রিয় করাই জটিল কাজ। আপনি যখন সফল হবেন, পরবর্তীতে উক্ত কৌশল ব্যবহার করে দ্রুত একাধিক প্রোডাক্ট উতপাদন ও বাজারজাতকরণ করতে পারবেন।

পরবতীতে, আপনার শিল্পপতী হবার কাজটি খুব দ্রুত হয়ে যাবে।


Ripon Mollah
riponmollah
502 Points

Popular Questions