একজন বাংলাদেশী হিসেবে, ভারতের কোন দিকগুলো আপনার ভালো লাগে?

1 Answers   12.5 K

Answered 2 years ago

বাংলাদেশের চেয়ে তুলনামূলক উন্নত শিক্ষা ব্যবস্থা : বাংলাদেশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের দুর্নীতি, রিসার্চে পর্যাপ্ত অর্থ না দেয়া, শিক্ষকরা নিয়মিত ক্লাস সঠিকভাবে না করানো, ক্যাম্পাসে সরকারদলীয় ক্যাডারদের হয়রানি, ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষার মান দিন দিন তলানীতে। কিন্তু ভারতের কিছু কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে ভালো র্যঙ্কে আসছে।

জীবন যাপনে কম ব্যায়ভার : বাংলাদেশে চরম মুদ্রাস্ফীতিতে শিল্পপতিরা ও সরকারি দুর্নীতিবাজ নেতারা ছাড়া সবার অবস্থা খারাপ। কিন্তু ভারতে বাংলাদেশের চেয়ে অনেক কম খরচে সুন্দরভাবে জীবন যাপন করা যায়।

প্রাকৃতিক পর্যটনকেন্দ্রসমূহ : কক্সবাজারের সমুদ্র সৈকত, খুলনার সুন্দরবন, বান্দরবানের কেওক্রাডং সহ বেশ কিছু দর্শনীয় স্থান বাংলাদেশ আছে। কিন্তু ভারত এক্ষেত্রে আরও অনেক সমৃদ্ধ। আমার মাঝে মাঝে মনে হয়, দেশভাগ না হলে কত সহজে কোন পাসপোর্ট-ভিসা ছাড়াই সব জায়গায় ভ্রমণ করতে পারতাম 

nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions