একজন বাংলাদেশি হিসেবে আরেকজন বাংলাদেশিকে আপনি কী বলতে চান?

1 Answers   2.9 K

Answered 2 years ago

হ্যাঁ! বাংলাদেশের জনসংখ্যা কত??১৬ কোটি।আর আয়তন কত?১ লক্ষ ৪৭হাজার ৫৭০ বর্গকিলোমিটার।

আর রাশিয়ার জনসংখ্যা কত??১৪ কোটি।আয়তন কত?১ কোটি ৭১ লক্ষ বর্গকিলোমিটার।রাশিয়া বাংলাদেশের চেয়ে ১১৫গুণ বড়।১১৫টি বাংলাদেশ মিলালে একটি রাশিয়া হয়।রাশিয়া ভারতেও চেয়েও ৫গুণ বড়।

আফ্রিকা মহাদেশ ৩ কোটি বর্গকিলোমিটার এর।জনসংখ্যা মাত্র ১২০ কোটি।অন্যদিকে ভারতের জনসংখ্যা ১৩৫কোটি।আফ্রিকা মহাদেশ ভারতের প্রায় ১০ গুণ বড় আয়তনে।ভারতের আয়তন ৩২ লক্ষ বর্গকিলোমিটার।

আপনারা হয়তো ভাবছেন ভারতই তো বাংলাদেশ না।কিন্তু মজার বিষয় ভারতের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৪১১ জন আর বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১১১৫ জন।

Jahid Arif
jahidarif
448 Points

Popular Questions