Answered 2 years ago
ভালো , খারাপ দুটোই আছে।
কলকাতায় অনেক আতিথেয়তা পেয়েছি। আমি এক আন্টির বাসায় খাওয়া দাওয়াও করেছি। খুব ভালো ব্যবহার পেয়েছি কলকাতায়। খারাপ ব্যাবহার ঠিক না তবে খুব ভালো ব্যবহার পায় নি দিল্লীতে। সেখানে বাংলাদেশিদের ব্যাপারে প্রচুর নেতিবাচক ধারনা দিল্লীবাসীদের। তারা ভাবে বাংলাদেশিরা সব ভারতে এসে ভারত দখলে নিয়ে নিয়েছে। যখন বললাম আমি বাংলাদেশি তখন দিল্লীর অনেকেই নাক সিটকানো ভাব। 'বাংলাদেশি' ! এমন একটা ভাব যেনো বাংলাদেশি হওয়া পাপ। এই ব্যাপারটা কেনো করে বুঝি না। হয়তো বিজেপির অবৈধ বাংলাদেশি তাড়াও প্রচারনার কারনে হিন্দীভাষী ভারতীয়দের মনে বাংলাদেশিদের ব্যাপারে নেতিবাচক ধারনা জন্মেছে।
পশ্চিমবঙ্গের মানুষ সত্যি বাংলাদেশিদের অনেক ভালোবাসে। যেটা আমি ভারতে গিয়ে বুঝেছি। সেখানে শুধু বাংলাদেশের অমুক জায়গার গল্প, বাংলাদেশের ইলিশ নিয়ে গল্প।
আর বর্তমান বিজেপির বাংলাদেশি তাড়াও প্রচারনার কারনে হিন্দী ভাষী ভারতীয়দের কাছে বাংলাদেশিদের ব্যাপারে নেতিবাচক ধারনা আমাকে কষ্ট দিয়েছে।
triptykhan publisher