Answered 2 years ago
একজন প্র্যাক্টিসিং মুসলিমার জন্য লন্ডন, ইংল্যান্ড মোটেও ভাল জায়গা নয়।
১। এখানে হালাল করা মাংস পাবেন অনেক বেশি দামে। বাইরে খেতে গেলে সেই মাংস হালাল হবে না তার গ্যারান্টি ৯৯%
২। পড়ালেখা করা অবস্থায় যদি কোনও ফাস্ট ফুড চেইনে কাজ নিচ্ছেন, সেখানে অতি অবশ্যই পরক থাকবে। আপনাকে সেইগুলো ধরতে হবে এবং সারভ করতে হবে
৩। কঠোর পর্দা মেনে ইউনিভারসিটিতে ক্লাস করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে পর পুরুষের সাথে আপনার চোখাচোখি কেউ আটকাতে পারবে না। বোরখা, পর্দা করা আপনি রেসিজমের স্বীকারও হবেন তুলনামূলক ভাবে বেশী।
৪। জবের ক্ষেত্রেও রেসিজম এর স্বীকার হবেন। পর্দা করা আপনাকে কেউ জব দিতে চাইবে না। কারণ তারা মনে করবে আপনি পশ্চিমা জীবনধারণে অভ্যস্ত নন
rakibafsar09 publisher