Answered 2 years ago
ফজরের নামাজের সময় উঠি। নামাজ পড়ি। কুরআন পড়ি।
এরপর, কোড করি।
অফিসে যাবার আগে খেয়ে অফিসে যাই। কাছেই অফিস, ২০ মিনিটের মত যেতে লাগে।
সন্ধ্যার দিকে বাসায় আসি। কখনো কখনো আড্ডা দিয়ে বাসায় আসি তখন একটু লেট হয় আসতে।
বাসায় এসে খেয়ে নেই যদি বাইরে না খাই। পারসোনাল প্রোজেক্ট টুকটুক করে করি । নামাজ পরে সাড়ে ১১ টা থেকে ১২ টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি। কখনো কখনো অবশ্য ব্যাতিক্রম হয়। কিন্তু খুব চেষ্টা করি দ্রুত ঘুমানোর । ঘুমানোর আগে এর পরদিন কি কি কাজ করবো তারও মনে মনে একটা হিসাব করি।
popykhatun publisher