Answered 3 years ago
বাংলাদেশ পুলিশের সর্বনিম্ন পদবী হল কনস্টেবল। কনস্টেবল এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতায় ১৭ তম গ্রেডে ৩য় শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগপ্রাপ্ত। ৬ মাস মৌলিক প্রশিক্ষণ শেষে চাকুরীতে যোগদানের পর নিম্নলিখিত বেতন ভাতাদি পেয়ে থাকেন
১. মূলবেতন-৯০০০/— টাকা।
২. চিকিৎসা ভাতা-১৫০০/— টাকা
৩. ঝুঁকি ভাতা-১৫০০/—টাকা
৪. বাসা ভাড়া : অবিবাহিত হলে মূল বেতনের ২০%, বিবাহিত হলে মূল বেতনের ৪০% এবং বিবাহিতরা স্বপরিবারে কর্মস্থলে থাকলে ৪৫-৬৫% পর্যন্ত হারে এলাকা ভিত্তিক বাসাভাড়া পেয়ে থাকেন।
৫. অস্ত্রভাতা-১০০ টাকা।
৬. ধোলাই ভাতা ও চুলকাটা-৩০০ টাকা।
৭. টিফিন ভাতা-২০০ টাকা।
একজন কনস্টেবল চাকুরীতে যোগদানের পর প্রাথমিক ভাবে সাধারণত ১৪,৪০০/— টাকার মত বেতন পেয়ে থাকেন।
পদোন্নতি : একজন কনস্টেবলের চাকুরির বয়স ০৩ বছর পূর্ণ হলে এবং চাকুরী কনফার্ম হলে নায়েক পদে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়। আর চাকুরির বয়স ৬ বছর পূর্ণ হলে এএসআই হিসেবে পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হিসেবে বিবেচিত হয়। পদোন্নতির পদ্ধতি
কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতির ক্ষেত্রে সার্ভিস বই, প্যারেড, মাঠ পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক জনবলের বিপরীতে পদোন্নতি লাভ করে থাকেন। আর এএসআই পদের জন্য প্রিলিমিনারি হিসেবে প্রথমে আইন বিষয়ক ৫০ নাম্বারের নৈর্ব্যক্তিক পরীক্ষায় পাস করার পর পুস্তকসহ ও পুস্তক ব্যতীত লিখিত আইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এরপর প্যারেড পরীক্ষা ও ভাইভা অনুষ্ঠিত হয়৷ এভাবে নির্বাচিত সদস্যদের মধ্যে নির্দিষ্ট জনবলের বিপরীতে পদোন্নতি পেয়ে থাকে। একজন কনস্টেবল পদোন্নতি পেয়ে এসপি পর্যন্ত হতে পারেন।
Azhar Ali publisher