একজন ছাত্র হিসেবে অনলাইনে অর্থ উপার্জনের উপায় কী কী?

1 Answers   10.6 K

Answered 1 year ago

যে যাই বলুক, আমি বলব বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ। আপনি গ্রামে যাবেন সেখানে এখন আর কোথাও তেমন কোনো চাষাবাদের জমি খুঁজে পাবেন না, শান্ত স্নিগ্ধ নির্জনতা খুঁজে পাবেন না। প্রত্যেকটা কোনায় কোনায় বসতি গড়ে উঠেছে, চারদিকে বস্তির মতো। মাত্র ৫০ বছর আগে বাংলাদেশের জনসংখ্যা যেখানে ছিল সাত কোটি এখন তা ১৮ কোটি তে গিয়ে ঠেকেছে। আর এই ১৮ কোটি লোক বাস করে মাত্র দেড় লক্ষ বর্গ কিলোমিটার এলাকায়। আমি এখানে বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে সুবিশাল তথ্য দেওয়াটা বাহুল্যতা মনে করি। এজন্য ইন্টারনেট দুনিয়াটা অবারিত রয়েছে। এখানে নীতিনির্ধারকরা গলাবাজি করতে থাকেন যে এই বিপুল পরিমাণ জনসংখ্যা আমাদের নাকি জনশক্তি। তা আপনাদের এই যৌন শক্তি দেশের বোঝা লাঘবের জন্য আহা মরি কি উৎপাদন করছে উড়োজাহাজ না হাতি ঘোড়া? আপনি কোথাও বের হবেন বাসে, ট্রেনে, লঞ্চে ধারণ ক্ষমতার তিনগুণ মানুষ কে পায়ের উপর ঘাড়ের উপর চড়ে যাতায়াত করতে হচ্ছে। নীতিনির্ধারক যারা যৌন শক্তি যৌন শক্তি ( জনশক্তি) বলে চিল্লাচ্ছেন তারা এই বিপুল পরিমাণ মানুষের চলাফেরার জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা পর্যন্ত করতে পারছেন না। এ দেশে জনসংখ্যা যতটুকু না শক্তি তার দশগুণ উপদ্রব।
Mirinali Debi
mirnalidebi
158 Points

Popular Questions