Answered 2 years ago
একজন ছাত্র স্মার্টফোন ব্যবহার করে অনেক ভাবে পড়ালেখা কে কাজে লাগাতে পারে।যেমন: এখন ইউটিউব এ পাঠ্য বই নিয়ে সবধরণের ভিডিও পাওয়া যায়, একজন বুদ্ধিমান ছাত্র হলে সে প্রাইভেট না পড়ে ভিডিও দেখে পড়ালেখা করতে পারে। এবং কোনো বিষয় কঠিন মনে হলে সে বিষয়ে আলাদা গ্রুপ খুলে একে অপরকে সাহায্য করতে পারে।
popykhatun publisher