Answered 2 years ago
আমরা এমন এক যুগে বাস করছি যেখানে স্মার্টফোন ছাড়া চলা দায় বা বন্ধুবান্ধব সবাই ব্যাকডেটেড ভাবে।কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার আমরা যেনো স্মার্টফোন এর অপব্যবহার না করি।
একজন স্টুডেন্ট চাইলেই প্রাইভেট না পড়েই স্মার্টফোন এর মাধ্যমে তার সবধরনের প্রয়োজন মিটিয়ে নিতে পারে৷
★আপনি আপনার ফোনে 10 min school অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। এখানে আপনি সকল শ্রেণীর সব ধরনের ক্লাসের ভিডিও পাবেন।
★ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক চ্যানেল রয়েছে যেমন বিভিন্ন কোচিং সেন্টারের চ্যানেল গুলো আপনাকে এক্ষেত্রে সাহায্য করবে।
★ইংরেজিতে কথা বলা প্র্যাক্টিস করতে চাইলে Wakie নামক একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন(প্লেস্টোরে আছে) এখানে আপনি যেকোনো টপিকের উপর প্রশ্ন করলে অন্যরা সে বিষয়ে কথা বলতে আগ্রহী হলে কল করার অপশন পাবেন।
★বন্ধুর কাছ থেকে নোট খাতা ধার নিলেন।এক সপ্তাহ পরে দেয়ার কথা। কিন্তু হঠাৎ করেই বন্ধু কল করে বললো আজকেই লাগবে খাতা টা৷ এক্ষেত্রে কি করবেন? Camscanner নামক এপের সাহায্যে আপনি চাইলেই খাতার ছবি তুলে পিডিএফ আকারে বানিয়ে নিতে পারেন।
★অংক করতে গিয়ে আটকে গিয়েছেন? আশেপাশে কাউকে পাচ্ছেন না সাহায্য করার?
ডাউনলোড করে ফেলুন Photomath অ্যাপ। যে অংশ বুঝবেন না সেটুকুর ছবি তুলে আপলোড করে দিন৷কিছুক্ষণের মধ্যেই উত্তর পেয়ে যাবেন।
emonkhan publisher