একজন ছাত্রের পড়ালেখার পাশাপাশি কিভাবে আয় করতে পারে?

1 Answers   4.9 K

Answered 3 years ago

আমি ব্যক্তিগতভাবে মনেকরি পড়াশুনার পাশাপাশি টিউশনি/শিক্ষকতা বেস্ট অপশন। এতে নিজের জ্ঞানের পরিধি যেমন বাড়ে তেমনি হয় আয়। শেখা যায় বাস্তবিক অনেক গল্প। তবে হ্যাঁ, কেউ যদি একান্তই ব্যবসায়ী মনোযোগী হয় তবে তার আশেপাশে থাকা যে কোন পণ্য নিয়েই ব্যবসা করতে পারেন। এবং অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী। হোক যে কোন পণ্য। এখানে পণ্য কিংবা মুনাফাকে প্রাধান্য না দিয়ে ব্যবসায়িক মনোভাব তৈরীকে বেশী গুরুত্ব দেয়া উচিৎ। কেননা ব্যবসা শুধু মুনাফার আশায় করলে তাতে টিকে থাকা কঠিন হয়। এখানে লেগে থাকতে হয় ধৈর্য্য ও আগামী জানার মেধ দিয়ে।


Deloar Mahmud
Deloar Mahmud
647 Points

Popular Questions