Answered 2 years ago
পেপার বিক্রি করে পড়াশোনা করে সেই পেপারের হেডলাইনে এক সময় নিজেকে নিয়ে এসেছিলেন। একজন গরিব সাধারণ পরিবারের ছেলে থেকে সফল বিজ্ঞানী ও তারপর দেশের রাষ্ট্রপতি হওয়া, ঠিক যেন অনেকটা কল্পকাহিনীর মতো মনে হলেও এটাই বাস্তব কাহিনী। এটা একটা সাধারণ ছাত্র থেকে অসাধারন ছাত্র হবার অনুপ্রেরণার মন্ত্র। তিনি আমাদের দেশের সকল ছাত্রছাত্রীদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। তাঁর শেষ জীবনে বলা প্রত্যেকটা কথাই অনুপ্রেরণা দেয়, উৎসাহ যোগায়, হেরে গেলেও উঠে দাঁড়াতে শেখায়। তিনি হলেন এপিজে আব্দুল কালাম।
tonmoyshek publisher