Answered 2 years ago
টাকা নেই, মানে প্রোডাক্ট বা সার্ভিস তৈরি এবং ক্রয় করা সম্ভব না। কিন্তু দক্ষতা আছে অর্থাৎ বিক্রয় করার ক্ষমতা আছে।
এমনটি হলে রিসেল শুরু করুন। যাদের প্রোডাক্ট আছে তাদের যেয়ে বলুন আপনি তার প্রোডাক্ট বেচতে সাহায্য করবেন অথবা কমিশন নিয়ে তাঁর প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন।
এতে করে আপনার হাতে কিছু টাকা আসবে একই সাথে ইন হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়ে যাবে।
আপনি চাইলে অন্যের জন্য বিজনেস কনসালটেন্সি করে বা অন্যের বিজনেস ডেভেলপ করার জন্যে আপনার আইডিয়া দিয়ে সেটি এক্সিকিউট করার সক্ষমতা প্রদর্শন করে তার থেকে পয়সা ইনকাম করেও একসময় নিজের বিজনেসের জন্যে টাকার ব্যবস্থা করতে পারেন।
noyonkhan publisher