এই 2 কাল্পনিক চরিত্রের মধ্যে কোনটি বাস্তবসম্মত, শার্লক হোমস নাকি জেমস বন্ড?

1 Answers   7.8 K

Answered 2 years ago

ইয়ান ফ্লেমিংয়ের জেমস বন্ড আর স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস। সারা পৃথিবীর শিক্ষিত সমাজে এমন কেউ নেই যে এই দুটি চরিত্র সম্বলিত বই পড়েননি, নিদেনপক্ষে নাম শোনেননি। দুটি চরিত্রই কাল্পনিক। শার্লক হোমসের আবির্ভাব ১৮৮৭ সালে আর প্রস্থান ১৯২৭ সালে। আর জেমস বন্ডের প্রথম স্রষ্টা ইয়ান ফ্লেমিং জেমস বন্ডকে সৃষ্টি করেন ১৯৫৩ সালে এবং ১৯৬৪ তে ইয়ান ফ্লেমিং মারা যাবার পর আরো আট জন লেখক জেমস বন্ড চরিত্রটি কেন্দ্র করে গল্প উপন্যাস লিখেছেন এবং লেখা হচ্ছে। এখনো পর্যন্ত শেষ উপন্যাস লেখা হয়েছে ২০২২ সালে। এত কথার বলার উদ্দেশ্য, দুটি চরিত্রের সময়কালকে জানা, যা এক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক । সেই হিসাবে দেখলে জেমস বন্ড অনেক আধুনিক। কিন্তু সে আধুনিক হয়েছে তার অস্ত্র সম্ভারে, অস্ত্র ব্যবহারে, উগ্রতায় এবং যৌনতায়। নারীকে ব্যবহার করা হয়েছে সেক্স ডল হিসাবে। জেমস বন্ড পড়লে মন চলে যায় বাস্তব ছাড়িয়ে এক কল্পলোকে। অপরপক্ষে শার্লক হোমস অনেক বেশি মননশীল এবং যুক্তিবাদী। অপরাধীকে শনাক্ত করতে অস্ত্রের চেয়ে মগজের উপর অধিক নির্ভরশীল। যুক্তিবাদী হোমস অস্ত্র হিসাবে ব্যবহার করে ঘটনা শৃঙ্খলকে পর্যবেক্ষণের মাধ্যমে। সেখানে জেমস বন্ডের কল্পলৌকিক সমরাস্ত্র ও যৌনতার আদৌ কোন ছায়াপাত নেই। এসব তথ্য বিবেচনা করলে শার্লক হোমস জেমস বন্ডের তুলনায় অনেক বেশি বাস্তব। ধন্যবাদ।


Kalam Biswas
Kalam Biswas
566 Points

Popular Questions