Answered 2 years ago
জুন মাসে আমি ২ টা বাজে অভ্যাস ত্যাগ করব।
একঃ ফেসবুক একাউন্ট ডিলিট করে দিয়েছি একটু আগে। আর ফেসবুক ব্যবহার করব না। আমি ফোন ব্যবহার করি না। ল্যাপটপের ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকের সাইট ব্লক করে দিয়েছি। এখন আর ইচ্ছে করলেও ফেসবুকে ডুকতে পারব না।
দুইঃ আর রাত জাগবো না। এই উত্তরটা দেয়ার পরে ঘুমিয়ে পরব। অনেক অনেক বার বলছি কালকে, পরের সপ্তাহ থেকে, পরের মাস থেকে থেকে ১২ টার মধ্যে ঘুমিয়ে পড়ব। কিন্তু পারি নাই। কোনো ভণিতা নয়, আজ থেকেই, এই মুহূর্ত থেকেই একশনে নেমে যাব।
আমি পারব। মে মাসে দুইটা বাজে অভ্যাস ত্যাগ করতে পারছি। এ মাসেও পারব। এখন থেকে প্রতি মাসে দুইটা বাজে অভ্যাস ত্যাগ করব। আর দুইটা নতুন ভাল অভ্যাস গড়ে তুলবো।
ধন্যবাদ
thenh publisher