এই পৃথিবীটাকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে একমাত্র হিন্দু ধর্মের অহিংসা এবং সহিষ্ণুতার মতো নীতি। এটা আপনি বিশ্বাস করেন?

1 Answers   8.7 K

Answered 2 years ago

না , আমি ব্যক্তিতভাবে তাহা মনে করি না। হিন্দুধর্মের অহিংসা বা সহিষ্ণতা নীতি নেই। এগুলোর কর্তব্য। অহিংসা পরম ধর্ম অহিংসা পরম কর্তব্য, ধর্ম হিংসা তথৈব চ। অর্থাৎ কর্তব্যের জন্য হিংসা তার থেকেও মহান। সহিষ্ণতা একটা সীমা পর্যন্ত ঠিক আছে।

Monika Ahmed
monikaahmed
433 Points

Popular Questions