এইচএসসি 22 বিজ্ঞান বিভাগের কয়টি বিষয়ে A+ পাইলে জিপিএ 5 পাওয়া যাবে?

1 Answers   2.3 K

Answered 2 years ago

কি কি উপায়ে #এইচএসসি_২০২২ এ জিপিএ ৫ পাওয়া সম্ভব

১) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৪টিতে A+(ফোর সাবজেক্ট সহ ) আর ৩টিতে A পেলে জিপিএ ফাইভ চলে আসবে।

২) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর দুটিতে যথাক্রমে A, A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে।

৩) ফোর সাবজেক্ট এ A পেলে ৫টি সাবজেক্ট এ A+ আর ১টি সাবজেক্ট এ A পেতে হবে।

৪)ফোর সাবজেক্ট এ A- পেলে বাকি ৬টি সাবজেক্ট এই A+ পেতে হবে।

৫)৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর ২টিতে যথাক্রমে A-, A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে।

৬) ৭টি সাবজেক্ট এর মধ্যে(ফোর সাবজেক্ট সহ) ৭টি সাবজেক্ট এ ই জিপিএ ফাইভ পেলে গোল্ডেন A+ আসবে।

বিদ্র: এটি ফেসবুক থেকে সংগ্রহীত। মূল লেখককে ধন্যবাদ জ্ঞাপন করছি।

Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions