Answered 2 years ago
না খুব কঠিন না। লাখ লাখ ছেলেমেয়ে তো বিজ্ঞান পড়ছে। পাশ করছে। লেখাপড়াকে ভয় পাওয়া যাবে না। হোক ইংরেজি, অংক বা বিজ্ঞান। না বুঝলে দুনিয়াতে সব কিছুই কঠিন লাগে। বুঝলে সব সহজ। বিজ্ঞান খুবই মজার সাবজেক্ট। একবার বুঝে গেলে আর কোনো সমস্যা নাই। ভয় পেলেই ভয়। ভয় পাবেন না। যখন মন দিয়ে পড়বেন, তখন দেখবেন আপনি বুঝতে পারছেন। বিজ্ঞানকে বুকে জড়িয়ে ধরুন ঠকবেন না।
Nadim publisher