Answered 2 years ago
সব জিনিসই প্রথম প্রথম অনিরাপদ মনে হতেই পারে, কিন্তু সব জিনিসের ভালো-মন্দ দুই দিকই থাকে। যেমন AC বিদ্যুৎ অনেকেই ভয় পেতেন কিন্তু আজ এটি ছাড়া চলা অসম্ভব। A.I অনেক ভালো কাজে ব্যাবহার হতে পারে, যেমন DNA এর ইঞ্জিনিয়ারিং করতে এআই এর ব্যবহার করা হয়, একজন মানুষের পক্ষে ১০ বছর থেকে বেশি সময় লাগতে পারে কয়েক মিনিটের মধ্যে এটি পূর্ণ করে দেয়। তাছাড়া অনেক কিছুই আছে যেমন কয়েকটি লাইন বলে দিলে নিজে থেকে ছবি বানিয়ে ফেলে যেমন, বা যেকোন ধরনের ছবি বানিয়ে নিওয়া যায়, যা আগে কখনোই ছিল না, এতে desginer এর খারাপ লাগলেও এটির ব্যবহার অনেক বেশি হবে।
Kabir Hasan publisher