উপমহাদেশে হিন্দু-মুসলিম সমস্যার সমাধান কী?

1 Answers   3.8 K

Answered 2 years ago

এই দক্ষিণ এশিয়ায় (অন্যনামে ভারতীয় উপমহাদেশ) রাজনীতিতে জয়ী হওয়ার জন্য বর্তমানে ধর্ম ছাড়া অন্য কোনো ব্রহ্মাস্ত্র খুজে পাওয়া মুশকিল।আর উপমহাদেশের প্রধান দুটি ধর্ম হচ্ছে ইসলাম ও হিন্দু ধর্ম।আর এই ধর্মের মানুষকে ধর্মের নামে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই ব্রিটিশ আমল থেকে।যা এখনও চলমান।যেমন, ভারতে বিজেপি আর বাংলাদেশে বিএনপি-জামায়াত-শিবির।আর হিন্দু-মুসলমানের মধ্যে ধর্মীয় সম্প্রিতি জাগানোর প্রধান অন্তরায় এই রাজনৈতিক দলগুলো।তবেও যদি কোনো হাতিয়ার থেকে থাকে ধর্মীয় সম্প্রীতি বাড়ানোর আর তা হচ্ছে "ভাষা"। তবে ভাষা আসলে আবার ভারত নামক রাষ্ট্র শতখন্ডিত হবে।তাই থাক কোনোদিন সম্প্রীতি সম্ভব নয়।তবে ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র বাংলাদেশের পক্ষে কিছুটা হলে সম্প্রীতি আনা সম্ভব।আর সেটারই চেষ্টা করে যাচ্ছে স্বাধীন বাংলার বর্তমান সরকার আওয়ামী লীগ।কিন্তু সাম্প্রদায়িকতা মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে উঠবেই।কারণ,এটাতো ব্রহ্মাস্ত্র।


Md. Nahid Hasan
mdhasan
276 Points

Popular Questions