Answered 3 years ago
আপনি চাহিলে অনেক রকম ব্যবসা করতে পারেন এবং একটা কথা অবশই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে "ধৈর্য" ,ব্যবসা করতে গেলে ধৈর্য এবং পরিশ্রম করতে হবে অনেক তাহলে আশা করা যাই আপনি এর ফল ভালো পাবেন নিচে কিছু ব্যাবসার ধরণ দেয়া হলো :-
১.বেকারির ব্যবসা
২.কাঁচা বাজার এর ব্যবসা
৩.মুদি দোকান এর
৪.কাপড়ের ব্যবসা
৫. প্রসাদনী বা কসমেটিক আর ব্যবসা
দোকান দেয়ার আগে আপনাকে অবস্যই মাথায় রাখতে হবে যে ,যেই জায়গায় আপনি দোকান দিবেন সেই জায়গায় চলবে কিনা এমনকি আপনার দোকান যেই আইটেম আর উপর হবে আশপাশে ওই রকম কোনো দোকান রয়েছে কিনা ,দোকান কি চার রাস্তার মোড়ে কিনা,আশপাশে কোনো প্রতিষ্ঠান আসে কিনা,এবং আপনি যেই এলাকায় দোকান দিবেন সেখানে লোক জন কোন ধরণের ,ইত্যাদি সার্ভে করে তারপর দোকান দিলে ইনশাহআল্লাহ আপনার দোকান ভালো চলবে
shariaranu publisher