Answered 2 years ago
খুব ভালো প্রশ্ন। সত্যিই এধরনের জিজ্ঞাসা কয় জনের মধ্যেই বা জাগে! উন্নয়ন মানে বড় বড় অবকাঠামো নয়। এটা উপলব্ধির জন্যে অনেক পরাশুনা করতে হয় না। একটা কথা মনে রাখা জরুরি,যা কিছু অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সরকারি বা অসরকারি স্তরে চলছে, তার মূল্যায়ন করা উচিত দেশের সকল শ্রেণীর জনগণের উপকার কতটা হবে, সেই প্রেক্ষিতে। উৎপাদন বৃদ্ধি দেশের সম্বৃদ্ধি আনে এটা সত্যি কিন্তু কি উৎপাদন হবে, কতটা উৎপাদন হবে, কাদের জন্য উৎপাদন হবে। এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে, উন্নয়ন বলতে কি বোঝায়, তার উত্তর। তবে উৎপাদন বৃদ্ধি এবং নুতন বিনিয়োগ এসবের জন্য অবকাঠামো তৈরি আবশ্যক বৈকি।
raju007 publisher