উদ্ভিদের চলন কিভাবে হয়?

1 Answers   10.2 K

Answered 2 years ago

বেশির ভাগ উদ্ভিদের কোনো নির্দিষ্ট গমন অঙ্গ থাকে না, তারা মূলের সাহায্যে মাটিতে আবদ্ধ থাকে। কোনো কোনো দুর্বল কাণ্ড বিশিষ্ট ও লতানে উদ্ভিদের আকর্ষ থাকে। প্রকৃত পক্ষে আকর্ষ হল পাতা ও শাখার রূপান্তর, এর সাহায্যে সব উদ্ভিদ কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে আহরণ করে। তবে কয়েকটি নিম্ন শ্রেণীর শৈবাল জাতীয় উদ্ভিদ, যেমন ক্লামাইডোমোনাস, ভল্ভক্স ইত্যাদির ফ্লাজেলা থাকায় তারা গমনে সক্ষম।
Rofikul Islam
rofikulislam
317 Points

Popular Questions