Answered 2 years ago
যে ক্ষেত্রে একটি ব্যাংক এ্যাকাউন্টে সঞ্চিত টাকার ক্ষেত্রে উত্তরাধিকারীর পক্ষ থেকে কোনো ক্লেইম করা হচ্ছে না, সে ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় (ভারতে রিজার্ভ ব্যাংক এর নির্দেশানুসারে দশ বছর) অপেক্ষা করার পর সেই এ্যাকাউন্টে রাখা টাকা, unclaimed deposit হিসাবে চিহ্নিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের Depositor Education and Awareness (DEA) এ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়া হয়।
প্রসঙ্গত: DEA fund এ টাকাটা ট্রান্সফার হয়ে যাওয়ার পরেও, যদি কোনো উত্তরাধিকারী দেখা যায় এবং তিনি চাইলে, ব্যাংকের নির্দিষ্ট পদ্ধতি মেনে, ওই টাকা তুলতে পারবেন।
ধন্যবাদ।
premaislam publisher