উইন্ডোজ ১০ কম্পিউটার স্টার্ট দেওয়ার পরে লগইন করলে ফাঁকা নীল স্ক্রিন আসছে। এই অবস্থায় কী করে কম্পিউটার ব্যবহার করবো?

1 Answers   7.8 K

Answered 3 years ago

কিছুক্ষণ অপেক্ষার পরো যদি কাজ না করে, তাহলে পূণরায় সেটাপ দেয়া লাগতে পারে।

কম্পিউটার নিয়ে আপনার টেকনিক্যাল নলেজ যতই থাকনা কেন, এই ধরণের ছোট খাটো প্রবলেম এ অভার ইঞ্জিনিয়ারিং না করাই ভাল। আমদের দেশে যে পিসি ব্যবহার হয় তা খুবি কম মানের হয়ে থাকে। বেশ কিছু দিন ব্যবহার হয়ে গেলে এই ধরণের সমস্যায় পরতে হয়। তাই সি ড্রাইভে চেস্টা করবেন গুরুত্বপূর্ণ কিছু না রাখতে।


Ahmed Bee
ahmedbee
248 Points

Popular Questions