Answered 2 years ago
কারণ কম্পিউটারের মূল সিস্টেমে CON নামের একটা ফোল্ডার অলরেডী আছে। তাই কম্পিউটার CON নামের আর কোনো ফোল্ডার বানাতে দেয় না, কনফিউশন এড়ানোর জন্য। এটা কলেজে থাকাকালীন ট্রেনিং করতে গিয়ে একজন শিক্ষকের থেকে জেনেছিলাম।
তবে শুধু CON নয় এমন আরও অনেক reserved keywords আছে যা দিয়ে ফোল্ডার বা কোনো ফাইল বানানো সম্ভব নয়। এগুলি হল PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9
এইসবগুলিই কম্পিউটারের কোনো না কোনো বিশেষ বিশেষ কাজ করার জন্য আগের থেকে নির্ধারিত করা আছে, আমরা যদি এই একই নামের ফাইল বা ফোল্ডার তৈরি করি তাহলে কম্পিউটার দ্বিধাগ্রস্ত হয়ে যাবে আর তাকে ঠিক কোন কাজটা করতে বলা হচ্ছে সেটা বুঝতে না পেরে সব গড়বড় করে ফেলবে।
যদিও Alt+255 অথবা কমান্ড প্রম্পট এর সাহায্য নিয়ে এইসমস্ত reserved keywords দিয়ে ফোল্ডার বানানো সম্ভব, কিন্তু সেটা না করাই বাঞ্ছনীয়।
fahima publisher