উইন্ডোজ অপারেটিং সিস্টেমে 'con' নামের ফোল্ডার তৈরি করা যায় না কেন?

1 Answers   9 K

Answered 2 years ago

এর পিছনে রয়েছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইতিহাস। উইন্ডোজ অপারেটিং সিস্টেম মূলত এসেছে ডস (DOS) অপারেটিং সিস্টেম থেকে। এই ডস অপারেটিং সিস্টেম আসলে মাইক্রসফটের না। এটা বানিয়েছিলেন সিটল কম্পিউটার্সের টিম পিটারসন।বিল গেটস মূলত এই মডেলটা কপি করেছিল এপলের ম্যাকিন্টশ অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করার সময় এবং যেহেতু এটা ডস অপারেটিং সিস্টেমের কপি তাই উইন্ডোজ এর নাম দিয়েছিল MS-DO। এই 'con' হলো MS-DOS অপারেটিং সিস্টেমের কমান্ডলাইনের রিজার্ভ কি-ওয়ার্ড।এখানে বলে রাখি রিজার্ভ কি-ওয়ার্ড হলো সে সমস্ত ওয়ার্ড যেগুলো সিস্টেমের কাজে ব্যবহৃত হয় বিধায় সিস্টেম অন্য কোনো জায়গায় এসব শব্দ ব্যবহার করতে দেয় না। শুধু con ই না MS-DOS এর আরও রিজার্ভ কি-ওয়ার্ড ছিলো আর তা হলো নিম্নরুপ

এখন আসি আসল কথায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম মূলত এই MS-DOS অপারেটিং সিস্টেম থেকেই আপগ্রেড হতে হতে এই অবস্থায় এসেছে। মাইক্রোসফট অপারেটিং সিস্টেম আপগ্রেড ঠিকই করেছে কিন্তু এর মডেলে কোনো পরিবর্তন আনে নি যার ফলে ঐ কি-ওয়ার্ড গুলো ব্যবহার করার সীমাবদ্ধতাও থেকে গেছে।এর জন্যই এখনও উইন্ডোজ con নামের কোনো ফোল্ডার সরাসরি তৈরি করতে দেয় না যেহেতু রিজার্ভ ওয়ার্ড তাই।তবে কমান্ড প্রম্পট (cmd) দিয়ে আপনি চাইলে con নামের ফোল্ডার তৈরি করতে পারবেন।এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে md\\.\\c:\\con যদি ক্রিয়েট করতে চান আর রিমুভ করতে চাইলে ব্যবহার করতে হবে md\\.\\c:\\con কমান্ড। এখানে c হলো যে ড্রাইভে con ক্রিয়েট হবে সেই ড্রাইভের ড্রাইভ লেটার।


Niloy Rana
niloyrana
460 Points

Popular Questions