উইন্ডোজে নোট করার জন্য সেরা সফটওয়্যার কোনটি?

1 Answers   3.5 K

Answered 3 years ago

#৭দিন৭উত্তর


মাইক্রোসফট এর সব গুলো ভার্সন এর সাথেই বেশ কিছু বিল্ট-ইন সফটওয়্যার থাকে যেগুলো দিয়ে আপনার কাজের সব ধরণের গুরুত্বপূর্ণ ডক, লিংক , টু ডু লিস্ট ,অডিও, ভিডিও ফাইল এক সাথে রাখতে পারবেন।


এখানে আমি মোটামুটি পরিচিত সফটওয়্যার গুলোর কথা বলেছি। আশা করি এগুলো দিয়েই বেসিক আর অ্যাডভান্সড সব ধরণের নোট, প্রোজেক্ট, আর অ্যাসাইনমেন্ট সমন্বয় করতে পারবেন।


নোটপ্যাড (Notepad)- এটার সাথে উইন্ডোজ ব্যবহারকারীরা বহুল পরিচিত। এখানে কোনও ফাইল, বা লেখার মধ্যে টেবিল, ইমেজ ইত্যাদি সংযুক্ত করার সুবিধা নেই। শুধু টেক্সট ডক সেভ করার জন্য নোটপ্যাড বেশ সুবিধাজনক।


ওয়ার্ডপ্যাড (WordPad)- ওয়ার্ডপ্যাড এ আপনি মাইক্রোসফট ওয়ার্ড এর অল্প কিছু ফিচার পাবেন। ছবি ও লিংক যোগ করার সুবিধা আছে এতে। আর ইনসার্ট অবজেক্ট (Insert Object) অপশন থেকে বিভিন্ন ফরম্যাট এর ফাইল যোগ করতে পারবেন।


স্টিকি নোট্‌স (Sticky Notes) – এটা খুব চমৎকার একটা টুল, লিস্টিং এর জন্য। আমি বেশিরভাগ সময় কোনও কাজ শুরুর আগে এতে তালিকা করে রাখি। দৈনন্দিন, সাপ্তাহিক কাজের তালিকা, ছোটখাটো চিন্তা ভাবনা, নির্দিষ্ট তারিখ এর কাজ নোট করার জন্য সেরা। এছাড়া এতে ছবি যোগ করার ফিচার আছে।


মাইক্রোসফট ওয়াননোট (Microsoft OneNote) – এর আগের ভার্সন গুলোর তুলনায় উইন্ডোজ টেন ভার্সনটি আমার কাছে বেশি ইউজার ফ্রেন্ডলি মনে হয়। মানে যাকে বলা যায় আপনার ডিজিটাল নোটবুক। আলাদা আলাদা নোটবুক এ আপনার ইচ্ছা মত পাতা যোগ করে অফিস বা পড়াশোনা , যেকোনো কাজের পরিপূর্ণ লেআউট করতে পারেন। আর ইনসার্ট অপশন এ আরও অনেক অ্যাটাচমেন্ট যোগ করা যাবে। পিসির ইন্টারনাল সব ধরণের ফাইল ও এখানে এক করে রাখতে পারবেন।


একবার ওয়াননোট এর ব্যবহার বুঝে গেলে মনে হয় না অন্য কোনও নোট্‌স এর সফটওয়্যার ভালো লাগবে। 😊


মাইক্রোসফট টু ডু (Microsoft to do) – এটা মূলত আপনার কাজের একটা রিমাইন্ডার অ্যাপ। তবে নোট করার জন্যও কাজে লাগাতে পারেন।


আপনার সামনে থাকা কোনও ক্লাস বা মিটিং, বন্ধুদের সাথে করা পরিকল্পনা, নতুন প্রোজেক্ট এ আপনার বাকি থাকা কাজ, যেকোনো কিছু এক নজরে দেখে নেওয়ার জন্য মাইক্রোসফট টু ডু অসাধারণ। আমার মত ভুলোমনা যদি হয়ে থাকেন, নোট নেওয়া আর সাথে কিছু মনে করিয়ে দিতে এটা ব্যবহার করলে সুবিধা পাবেন।


উপরের সবগুলো প্রোগ্রাম বা অ্যাপ অফলাইন এ ব্যবহার এর উপযোগী। শেষ দুটো ব্যবহার এর জন্য আপনার একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট এবং জিমেইল আইডি লাগবে,সেখানে সাইন ইন করে কাজ করতে পারবেন।


এভারনোট (Evernote)- অনলাইন এ কাজের ক্ষেত্রে , মাইক্রোসফট স্টোর থেকে এভারনোট (Evernote) অ্যাপটি নামিয়ে নিতে পারেন।

উইন্ডোজ টেন এ প্রি -ইনস্টলড থাকে অবশ্য। এটা দিয়ে নোটের কাজ করলে আসলে আর কোনও সফটওয়্যার বা অ্যাপই আপনার লাগবে না। আর এটার অ্যান্ড্রয়েড, আই ও এস(iOS) ভার্সন রয়েছে। ক্রোমে এভারনোট ওয়েব ক্লিপার( Evernote web clipper) নামে এক্সটেনশন আছে। তাই যেকোনো ডিভাইস থেকে শুধু সাইন ইন এর মাধ্যমে ফাইল অ্যাক্সেস করতে পারবেন।


আর এরকম আরেকটা কার্যকর টুল হচ্ছে গুগোল কিপ( Google keep)। এটার কাজ অনেকটা মাইক্রোসফট টু ডু এর মতো বলা যায়। নোট এর পাশাপাশি রিমাইন্ডার সেট করে রাখতে পারবেন।



Sumona Khatun
sumonakhatun
542 Points

Popular Questions